সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে অদ্ভুত দর্শন ২টি প্রাণীকে, যাদের দেখলে আপনার মনে পড়বে ভিনগ্রহীদের কথা। ইতিমধ্যে ওই দুই প্রাণিকে নিয়ে আলোচনার ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। কেউ বলছেন এলিয়ান, আবার কেউ বলছেন ভূত।
ট্যুইটারে গত ১৪ অক্টোবর ভিডিওটি শেয়ার করেছিলেন ব্রিটেনের বাসিন্দা ড্যানিয়েল হল্যান্ড। সেই ভিডিওতে একটি নির্মিয়মাণ বাড়ির ছাদে দেখা যায় দুটি অদ্ভুত দর্শন প্রাণীকে, যাদের নিয়ে এখন সরগরম নেট দুনিয়া। ভিডিওটি প্রকাশ পেতেই বাড়তে থাকে দর্শকের সংখ্যাও। এক কোটির বেশি নেটিজেনরা ইতিমধ্যে দেখে ফেলেছে ভিডিওটি। লাইটেক সংখ্যা লক্ষাধিক।
তবে ওই অদ্ভূত দর্শন দুই প্রাণী আসলে এলিয়ান বা ভূত কিছুই নয়, তারা নাকি প্যাঁচার বাচ্চা! এমনটাই দাবি করছেন ড্যানিয়াল। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি নির্মিয়মাণ বিল্ডিং-এ আশ্রয় নিয়েছিল এরা। ড্যানিয়াল ভিডিও পোস্ট করে লিখেছেন,'যাঁরা দাবি করেন ভিনগ্রহীদের দেখেছেন, তাঁরা আসলে প্যাঁচার বাচ্চা দেখেছেন'।
২০১৭ সালে ভিডিওটি তুলেছিলেন ড্যানিয়েল। এতে দেখতে পাওয়া প্যাঁচারা বার্ন আউল প্রজাতির। মধ্য ভারতের কিছু এলাকায় এদের দেখা মেলে। হার্টের আকারের মুখের এই পাখিদের বৈশিষ্ট্য হল ঠোঁটের নিচের দিক ঝুঁকে থাকে।