বিলেতের মাটিতে বাংলা পেল সরকারি ভাষার স্বীকৃতি, ব্রিটিশ রাজ্যে বাঙালির নজির

  • ভারতে আঞ্চলিক ভাষার বদলে হিন্দি চালুর চাপ দেওয়া হচ্ছে
  • কিন্তু বিলেতের মাটিতে নজির গড়ল বাংলা
  • এই ভাষাই এখন লন্ডনের দ্বিতীয় সরকারি ভাষা
  • ইংরাজির পরই সবচেয়ে বেশি মানুষ কথা বলেন বাংলাতেই

amartya lahiri | Published : Dec 3, 2019 3:47 PM IST / Updated: Dec 03 2019, 11:42 PM IST

বিলেতের মাটিতে উড়ল বাংলা-র জয়ধ্বজা। ভারতে যতই আঞ্চলিক ভাষাগুলির বদলে সারাদেশে হিন্দি ভাষা চালুর কথা হোক, লন্ডনে সরকারিভাবে দ্বিতীয় ভাষার মর্যাদা পেল বাংলা।

সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেল ইংরেজভূমে ইংরেজির ঠিক পরেই দ্বিতীয় যে ভাষায় সবচেয়ে  বেশি মানুষ কথা বলেন তা হল বাংলা। বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার মানুষের ভাষা বাংলা। বাংলার পর তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পোলিশ ও টার্কিশ ভাষা।

সবমিলিয়ে লন্ডনের প্রায় ২ লক্ষ বাসিন্দা হয় বাংলা নয়তো পোলিশ বা টার্কিশে কথা বলেন। তবে ৭২০০০ মানুষ বাংলায় কথা বললেও, বিলেতের মাত্র তিন শতাংশ মানুষ বাংলায় কথা বলতে স্বচ্ছন্দ।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষাটি চালানো হয়েছিল।

 

Share this article
click me!