মহামারীর চিকিৎসা করতে গিয়ে মিলছে না সময়, হাসপাতালেই বিয়ে সারলেন চিকিৎসক ও নার্স

  • হাসপাতালে থেকে করছেন করোনা রোগীদের চিকিৎসা
  • সেকরাণে আগে একবার বিয়ের অনুষ্ঠান বাতিল করতে  হয়
  • এবার তাই কর্মক্ষেত্রেই বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নিলেন
  • হাসপাতালের কাজের মাঝে বিয়ে করলেন চিকিৎসক ও নার্স

বিশ্বে মহামারী আকার ধারণ করেছে করোনা সংক্রমণ। ইতিমধ্যে গোটা দুনিয়ায় আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ পেরিয়ে গিয়েছে। করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় প্রথম সারিতে রয়েছে ব্রিটেন। ইতিমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৫ হাজার ছাপিয়ে গিয়েছে। দেশের প্রতিটি হাসপাতাল এখন ভর্তি কোভিড ১৯ রোগীতে। নাওয়া-খাওয়ার সময় নেই চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের। এই পরিস্থিতিতে হাসপাতালেই বিয়ে করে ফেললেন এক চিকিৎসক ও নার্স। 

লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে বসেছিল এই বিয়ের আসর। যেখানে ৩৪ বছরের নার্স জান টিপিং-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছরের তিরিশের চিকিৎসক আন্নালান নাভারাতনাম। গোটা বিয়ের অনুষ্ঠান লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন নবদম্পতি। ফলে পরিজনরা বাড়িতে বসেই বিয়ের অনুষ্ঠানের আমেজ নিতে পারেন। 

Latest Videos

বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫৬ লক্ষ ছাড়াল, লকডাউন শিথিল করলেই আছড়াবে দ্বিতীয় ঝড়, সতর্ক করছে 'হু'

ঘরে বসেই পেয়ে যান বালাজি মন্দিরের প্রসাদ, অনলাইনে লাড্ডু বিক্রি শুরু করল তিরুপতি কর্তৃপক্ষ

লকডাউন ৪ শেষ হতেই খুলে দেওয়া হবে মন্দিরের দরজা, সিদ্ধান্ত নিয়ে নিল ইয়েদুরাপ্পা সরকার

এর আগে দেশে করোনা সংক্রমণ বেড়ে যায় পূর্ব নির্ধারিত বিয়ের সূচি বাতিল করতে হয়েছিল টিপিং ও নাভারাতনামকে। এরপর আগামী অগস্টে দু'জনে বিয়ের পরিকল্পনা করেন।  তাঁরা ভেবেছিলেন সেই সময়ে নর্দান আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে পরিজনরা সেই সময়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। কিন্তু ব্রিটেনে করোনার কারণে লকডাউন চলতে থাকায় সেই পরিকল্পনা বাতিল করতে হয়। এরপরেই সাউথ লন্ডনের তুলসি হিল এলাকার দুই বাসিন্দা বিয়ের অনুষ্ঠান এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। 

নার্স জান টিপিং ও চিকিৎসক আন্নালান নাভারাতনাম দু'জনেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ফ্রন্টলাইন কর্মী হিসাবে ময়দানে রয়েছেন। তবে এখনও তাঁরা সুস্থ থাকায় বিয়ের তারিখ এগিয়ে নিয়ে এসে যে হাসপাতালে তাঁরা কর্মরত সেখানেই বিয়ে করে নেন। 

টিপিং একজন জরুরি সেবা বিভাগের নার্স। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম যাতে সবাই আনন্দ করতে পারে, সবাই এখনো সুস্থ, যদিও আমাদের স্বজনরা আমাদেরকে স্ক্রিনেই দেখছে। এদিকে নাভারাতনাম একজন চিকিৎসক হিসেবে সেন্ট থমাস হাসপাতালে এক বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, খুবই খুশি কারণ আমরা একে অপরের কাছে অঙ্গীকারবদ্ধ হতে পেরেছি। 

নবদম্পতির জন্য আয়োজন করা হয়েছিল ভার্চুয়াল অভ্যর্থনা, নাচ -গানে জমে গিয়েছিল আসর। রেভারেন্ড মিয়া হিলবর্ন  বিয়ের পুরো বিষয়টি পরিচালনা করেন,  তিনি জানান, এই আয়োজনের অংশ হতে পেরে তিনি শিহরিত। এদিকে বিয়ের খবর শোনার পরেই টুইটে করে ব্রিটেনের  স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল