নুসরত ঘানি জানিয়েছেন, একজন হুইপে বলেছিলেন যে ডাউনিং স্ট্রিটে একটি সভায় তিনি মুসলিম বলে সমস্যা তৈরি হয়েছিল। তাঁকে রীতিমত অপমানিত হতে হয়েছিল তাঁর ধর্মের জন্য। কারণ তাঁকে বলা হয়েছিলেন তিনি একজন মুসলিম মহিলা মন্ত্রী- যে কারণে তাঁর সহকর্মীদের অস্তস্তিতে পড়তে হয়েছে।
শুধুমাত্র মুসলিম (Muslim) হওয়ার কারণেই তাঁর চাকরি গেছে। রক্ষণশীল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (British PM Boris Johnson) সরকার মুসলিম হওয়ার কারণেই তাঁকে চকরি থেকে বরখাস্ত করেছে। এমনই অভিযোগ করেছেন ব্রিটিশ সাংসদ নুসতর ঘানি (British MP Nusrat Ghani)। ৪৯ বছরের ব্রিটিশ সাংসদ নুসরত ঘানি সানডে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছেন।
নুসরত ঘানি জানিয়েছেন, একজন হুইপে বলেছিলেন যে ডাউনিং স্ট্রিটে একটি সভায় তিনি মুসলিম বলে সমস্যা তৈরি হয়েছিল। তাঁকে রীতিমত অপমানিত হতে হয়েছিল তাঁর ধর্মের জন্য। কারণ তাঁকে বলা হয়েছিলেন তিনি একজন মুসলিম মহিলা মন্ত্রী- যে কারণে তাঁর সহকর্মীদের অস্তস্তিতে পড়তে হয়েছে। প্রাক্তন পরিবহন মন্ত্রী আরও বলেছেন একজন সাংসদ যিনি সংসদীয় শৃঙ্খলা রক্ষাকারী তাঁকে হুইপে এই কথা বলেছেন বলেও তিনি দাবি করেছেন।
ব্রিটিশ সরকারে চিফ হুইপ মার্ক স্পেন্সার বলেছেন, ঘানির অভিযোগের কেন্দ্রে তিনি ছিলেন। নুসরত ঘানির সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, এই অভিযোগ সব মিথ্যা। মানহানিকর বলেও অবিযোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি বলেছেন, নুসরত ঘানি যে শব্দগুলি ব্যবহার করেছেন সেই শব্দগুলি তিনি কখন ব্যবহার করেননি।
উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব স্কাই নিউজকে দেওযা একটি সাক্ষাৎকারে বলেছেন, কনজারভেটিভ পার্টিতে যে কোনও বৈষম্য ও যে কোনও ইসলামোফোবিয়া নেই। ধর্ম নিয়ে দল রীতিমত সহনশীল। এই ধরনের অভিযোগ খুবই গুরুতর। এটি সঠিকভাবে রিপোর্ট করা জরুরি বলেএ দাবি করেন তিনি। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত করার পক্ষেও সওয়াল করেছেন তিনি। টোরির সাংসদ উইলিয়াম মার্ক এই ঘটনায় প্রধানমন্ত্রী বরিস জনসনকেউ দায়ি করেছেন।
অন্যদিকে রবিস জনসনের কার্যালয় থেকে বলা হয়েছে, এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রী অবগত রয়েছেন। সেই কারণেই সাংসদকে যথাযথ ভাবে অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল। ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র জানিয়েছেন, এটি অত্যান্ত সংবেদনশীল বিষয়। এটি নিয়ে আলোচনার জন্য নুসরত ঘানির সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরি গুরুত্ব বুঝে গোটা বিষয়ে অভিযোগ দায়ের করতে বলেন। কিন্তু নুসরত তা করেননি। কনজারভেটিভ পার্টি কোনও ধরনের কুসংস্কার পা বৈষম্য সহ্য করে না বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ব্রিটিশ মন্ত্রী নাদিম জাহাভি জানিয়েছেন, গোটা বিষয়টি নিয়ে চাপ বাড়ছে বরিস সরকারের ওপর। নুসরত ঘানিতে ২০২০ সালে পরিবহন মন্ত্রীর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল।
COVID-19: মেট্রো সিটি শক্তিশালী ওমিক্রন, ভারতে কমিউনিটি ট্রান্সমিশনের পর্যায়ে রয়েছে
COVID 19: নতুন করে লকডাউনের পথে দুই দ্বীপ, বিমান যাত্রীদের থেকে ছড়াচ্ছে করোনাভাইরাস
Netaji Subhas 125 Birth Anniversary: ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর