Union Budget 2022 : প্রতিরক্ষা খাতে কতটা বাড়ল বরাদ্দ, শত্রু দমনে কতটা আর্থিক শক্তি জোগাচ্ছে এবারের বাজেট

প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে গত কয়েক মাস ধরেই লাগাতার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। এবারের বাজেটেও কার্যত তারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে।  যা নিয়ে শুরু হয়েছে চর্চা। 

কেউ বলছেন দিশাহীন, কেউ বলছেন গঠনমূলক। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Finance Minister Nirmala Sitharaman)বাজেট পেশের পর থেকেই জোরদার বিতর্ক চলছে গোটা দেশজুড়েই। এদিকে ভারতের মতো দেশের জন্য প্রতিরক্ষা বাজেটের বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে যখন আশেপাশে পাকিস্তান ও চিনের (Pakistan and China ) মতো প্রতিপক্ষ দেশ আছে, তখন দেশের প্রতিরক্ষা বাজেট (Defense Budget) ভালো থাকা খুবই জরুরি। এদিকে বর্তমানে যে অবস্থা চলেছে সেখানে এটা সহজেই বলা যায়, বিগত কয়েক বছর ধরেই কার্যত ভারতের সঙ্গে স্নায়ুর যুদ্ধ চালাচ্ছে পাকিস্তান-চিন।  এমতাবস্থায় দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভালো বাজেটের প্রয়োজন যে রয়েছে তা মানছেন সকলেই। 


এদিকে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভর হতে গত কয়েক মাস ধরেই লাগাতার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র। এবারের বাজেটেও কার্যত তারই প্রতিফলন দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে ভারত সেনা বাহিনীর কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের জন্য প্রচুর ব্যয় করে থাকে। এই কারণেই প্রতিরক্ষা বাজেটে অর্থ বরাদ্দ বিশেষ ভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। এদিকে এবারের বাজেটে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে মোট যে অর্থ বরাদ্দ হয় প্রতিবছর, তার ৬৮ শতাংশই দেশীয় সংস্থার কাছ থেকে অস্ত্রশস্ত্র কিনতে খরচ করা হবে বলে জানানো হয়েছে। যা নিয়ে জোরদার চর্চা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে। 

Latest Videos


আরও পড়ুন- ধ্যবিত্তের জন্য কিছুই দেয়নি সরকার, বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ মমতা-ইয়েচুরির
আরও পড়ুন - মোদী জমানায় কতটা এগিয়েছে ভারত, একনজরে মোদী সরকারের শেষ ৯ বাজেট


এদিকে বাজেট পরিসংখ্যানের দিকে নজর রাখলে দেখা যাবে এবারে প্রতিরক্ষা খাতে ১৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। ২০২১-’২২ অর্থবর্ষে যেখানে বরাদ্দ ছিল ১.৩৫ ট্রিলিয়ন ডলার, ২০২২-’২৩ অর্থবর্ষে জন্য তা বাড়িয়ে ১.৫২ ট্রিলিয়ন ডলার করা হয়েছে। অন্যদিকে ২০২১-’২২ অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য বরাদ্দ যেখানে ৪.৭ ট্রিলিয়ন ডলার ছিল, এ বার তা বাড়িয়ে করা হয়েছে ৫.২৫ ট্রিলিয়ন ডলার করা হয়েছে। একইসঙ্গে প্রতিরক্ষা খাতে দেশীয় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি, প্রতিরক্ষা  সংক্রান্ত গবেষণা এবং উন্নয়নে ২৫ শতাংশ বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। এদিকে বিশ্বের অন্যতম বৃহত্তম সেনাবাহিনী রয়েছে ভারতের। সেখানে এই বাজেট বৃদ্ধি যুক্তি সঙ্গত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন- ভোট বৈতরণী পার করতেই কী ৬০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি, সিঁদুরে মেঘ দেখছে বিরোধীরা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'নরেশ আগরওয়াল, মুকুল ঘোষ কে হয় আপনার মুখ্যমন্ত্রী?' চরম প্রশ্ন সুকান্তর | Sukanta Majumdar Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
North 24 Parganas News Today: আগুনের লেলিহান শিখার কবলে বিরিয়ানির দোকান! চরম আতঙ্ক Barrackpur-এ
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee