ফের সিএএ-র প্রচারে গিয়ে বাধা পড়ল বিজেপি। অভিযোগ বিজেপি প্রচারে নামলে বাধা দিয়েছে তৃণমূল। এমনকী সিএএ-র লিফলেট কেড়ে নিয়ে মারধর করা হয়েছে বিজেপির কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।
করোনা মোকাবিলায় সতর্ক কলকাতা চিড়িয়াখানা, কড়া নজরদারি বিদেশিদের উপরে
জানা গেছে, এদিন বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি সমর্থকরা সিএএ-র সমর্থনে মিছিল করে। যেখানে বিজেপিকে প্রচার করতে দেবে না বলে পাল্টা মিছিল করে তৃণমূল। খোদ তৃণমূলের মিছিলে নেতৃত্ব দেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। দুটি মিছিল মেমারি রেলগেটের কাছে এলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। শুরু হয়ে সংঘর্ষ। ঘটনাস্থলে যায় মেমারি থানার পুলিশ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
জকি হল জেলের বন্দিরাই, যাত্রা শুরু 'রেডিয়ো দমদম' এর
দু পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন। ঘটনার বিষয়ে বিজেপি নেতা ভীষ্মদেব ভট্টাচার্য বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির ওপর মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ীর নেতৃত্বে হামলা চালানো হয়। এমনকী বিজেপির মহিলাদেরও ছাড়েনি তৃণমূলের লোকজন। অবিলম্বে স্বপন বিষয়ীকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছে তারা।
হাসিনের মামলায় ফের অস্বস্তিতে শামি, রাজ্য়ের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টের
এদিকে তৃণমূলের কর্মীদের নিয়ে মেমারির কৃষ্ণবাজার এলাকায় জমায়েত করেন স্বপন বিষয়ী । এদিন প্রকাশ্যেই তিনি বলেন, বিজেপি অপপ্রচার করছে। তারা যেখানেই মিছিল করবে আমরা আটকাব। এমনকী আমাদের জনশক্তি ও জনসমর্থনকে কাজে লাগিয়ে বিজেপির লোকজনকে মেমারি থেকে তাড়িয়ে দেব।