ছেলে-বউমার অশান্তি থামাতে গিয়ে ঘটল বিপত্তি, অ্যাসিড হামলার শিকার হলেন শাশুড়ি

  • নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন ছেলে
  • স্ত্রীর সঙ্গে একেবারেই বনিবনা ছিল না তাঁর
  • ছেলে-বউমার অশান্তির মাশুল দিলেন শাশুড়ি
  • শিকার হলে অ্যাসিড হামলার

পত্রলেখা বসু চন্দ্র, বর্ধমান: ছেলে-বউমার ঝগড়া থামাতে দিয়ে বিপদে পড়লেন শাশুড়ি! অ্যাসিডে পুড়ল বুক, পা-সহ শরীরের বেশ কিছুটা অংশ। গুরুতর জখম অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে।

আরও পড়ুন: মালদহে দামি গাড়িতে মিলল সাপের বিষ, পুলিশের জালে দুই পাচারকারী

Latest Videos

আক্রান্তের নাম তিলোত্তমা সিংহ। বাড়ি, খণ্ডঘোষের খুদকুড়ি গ্রামে। বছর খানেক আগে প্রেম করে বিয়ে করেন তাঁর ছেলে অচিন্ত্য। বউমা রানুও খণ্ডঘোষেরই মেয়ে। সরকারি চাকরি করেন তিনি। প্রতিবেশীরা জানিয়েছেন, অচিন্ত্য ও রানুর একেবারেই বনিবনা ছিল না। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলত। মাঝেমধ্যেই বাপের বাড়ি চলে যেতেন তিনি। সেখানে থাকতে দীর্ঘদিন। এভাবেই চলছিল। 

আরও পড়ুন: আন্দোলনের পথে দাবি আদায় পড়ুয়াদের, ভর্তির জন্য বাড়তি ফি মকুব কলেজ কর্তৃপক্ষের

শুক্রবার সকালেও যথারীতি স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয় অচিন্ত্যের। তিলোত্তমা যখন অশান্তি থামাতে যান, তখনই ঘটে বিপত্তি।  নিজের ঘর থেকে অ্যাসিডের বোতল এনে রানু দেওয়ার ছুঁড়ে মারেন বলে অভিযোগ। দেওয়ালের পাশেই দাঁড়িয়েছিলেন শাশুড়ি। কাঁচের বোতল ভেঙে অ্য়াসিড লাগে তাঁর শরীরে। বুক, পা-সহ শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তিলোত্তমা সিংহ-কে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্ত্রীর নামে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্তের ছেলে। অভিযুক্তকে আটক করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!