দীপিকা সরকার, দুর্গাপুর-দুর্গাপুর প্রোজেক্ট লিমিটিডের সাত নম্বর কনস্ট্রাকশন গেটের ভিতর তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কর্মরত অবস্থায় থাকা একজন ঠিকা শ্রমিকের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। কী এমন ঘটল? যে কারণে এক ঠিকা শ্রমিকের দেব ক্ষত বিক্ষত হয়ে গেল? প্রশ্ন তুলতে শুরু করেছেন সেখানে কর্মরত অন্য়ান্য শ্রমিকরা।
আরও পড়ুন-দিন পালটালো হতদরিদ্র মূক-বধিরের, ৩০ টাকার লটারির টিকিটে কোটি টাকার বাজিমাৎ
সময়টা তখন বেলা এগারোটা বেজে দশ মিনিট। দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের কন্সট্রাকশন গেটের ভিতর আচমকা বিস্ফোরণ। আর তাতেই ঘটে গেল এতবড় দুর্ঘটনা। হতচকিত সবাই। দেহ ছিন্ন ভিন্ন হয়ে এক ঠিকা শ্রমিকের মৃত্যু সহ আরও নিরাপত্তাকর্মীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের রহস্য মৃত্যু, ঘরের দরজা ভেঙে জীবীত উদ্ধার নাবালিকা
জানা গেছে মৃত ঠিকা শ্রমিকের নাম ওমপ্রকাশ চৌহ্বান। কনস্ট্রাকশন গেটের ভিতর বাগান থেকে তাঁর ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ। বাম রুইদাস নামে ওই নিরাপত্তাকর্মীর অবস্থা সঙ্কটজনক। বিস্ফোরণের কথা স্বীকার করেছেন দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের ম্যানেজার। ঘটনার তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।