কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড, বর্ধমানে পুড়ে ছাই হয়ে গেল কুড়িটি বাড়ি

Published : Nov 14, 2020, 10:15 PM IST
কালীপুজোর দিন ভয়াবহ অগ্নিকাণ্ড, বর্ধমানে পুড়ে ছাই হয়ে গেল কুড়িটি বাড়ি

সংক্ষিপ্ত

বাড়িতে রান্না করতে গিয়ে ঘটল বিপত্তি উনুনের ফুলকি থেকে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড বর্ধমানে পুড়ল কুড়িটি বাড়ি, আর নদিয়ায় চারটি  আতঙ্ক ছড়াল এলাকায়  

পত্রলেখা বসু চন্দ্র ও মৌলিককান্তি মণ্ডল: ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। বাজি নয়, কালীপুজোর দিনে উনুনে রান্না করতে গিয়ে ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। বর্ধমানে পুড়ে গেল কুড়িটি বাড়ি, আর নদিয়ার ভষ্মীভূত হয়ে গেল চারটি বাড়ি।

আরও পড়ুন: দীপাবলিতে বাজির বিরুদ্ধে পুলিশের অভিযান, ভাঙড়ে উদ্ধার লক্ষাধিক টাকার বাজি

প্রথমে ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। ঘটনাস্থল, পূর্ব বর্ধমানের কালনা। স্থানীয় কৈলাশপুরে গ্রামে নিজের বাড়িতে উনুনে রান্না করছিলেন কচিনূর বিবি নামে এক মহিলা। উনুনের ফুলকি থেকে আচমকাই আগুন ধরে যায় তাঁর বাড়িতে। তখন বেশ জোরে হাওয়া বইছিল। চোখের নিমেষে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।  পরপর আগুন লেগে যায় আরও কুড়িটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছয় পুলিশ ও দমকল। শেষপর্যন্ত আগুন যখন নেভান দমকলকর্মীরা, তখন বাড়িগুলি আর কিছুই অবশিষ্ট ছিল না। এমনকী,টাকা-পয়সাও পুড়ে গিয়েছে অনেকের।

আরও পড়ুন: কালীপুজোয় বিজেপির জনসংযোগ, হাওড়ায় পথচলতি মানুষদের আলু বিতরণ

বিকেলে দুর্ঘটনা ঘটে নদিয়ার নাকাশিপাড়ায়। চেঙা উত্তরপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হয়ে গিয়েছে চারটি বাড়ি। এলাকার একটি বাড়িতে উনুনে রান্না করা হচ্ছিল। কোনওভাবে আগুনে ফুলকি গিয়ে পড়ে খড়ে গাদায়। ব্যস আর যায় কোথায়! দমকলের তৎপরতায় প্রাণে বাঁচেন স্থানীয় বাসিন্দারা।

PREV
click me!

Recommended Stories

আবাসনে একাকী বৃদ্ধার রহস্যমৃত্যুর অভিযোগ, হুগলিতে বৃদ্ধের দেহ উদ্ধারে চাঞ্চল্য
SIR Bengal : কেউ লুকিয়েছিল কেষ্টপুর, কেউ চিনারপার্কে! SIR-এর গুঁতোয় বাংলাদেশে ফিরতে মরিয়া