দীপাবলীতে দ্বিগুণ হবে টাকা, ৬ হাজারের পরিবর্তে মিলবে ১২০০০

কিসান সম্মান নিধি যোজনার টাকা একলাফে বাড়তে পারে দ্বিগুণকৃষকেরা বছরে ৬,০০০ টাকার পরিবর্তে পাবেন ১২,০০০ টাকা৷

একদিকে আলোর উৎসব দিপাবলীতে(Diwali) যখন সেজে উঠবে চারিদিক তখন অন্যদিকে খুশিতে নেচে উঠবে কৃষকের(Farmer) মনআলোর রোশনাইতে যখন সব অন্ধকার ঘুচে চারিদিক ঝলমলিয়ে উঠবে তখন কৃষকদের ঠোঁটের কোণেও দেখা যাবে খুশির হাসি(Smiling face)কোনও জ্যাকপট(Jackpot) ছাড়াই যখন টাকার পরিমান দ্বিগুণ হয়ে যায় তখন তো বাঁধভাঙা আনন্দে জীবনে আসে এক নতুন ছন্দকি জন্য এই খুশি এবার আসা যাক সেই কথায়প্রসঙ্গত, দীপাবলির(Diwali) আগেই কৃষকদের জন্য আসতে চলেছে ধামাকা নিউজ(Good News)প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) টাকা একলাফে বাড়তে পারে দ্বিগুণসেক্ষেত্রে কৃষকেরা(Farmer) বছরে ৬,০০০ টাকার বদলে পাবেন ১২,০০০ টাকা৷ প্রতি তিন মাস অন্তর ২,০০০ টাকার পরিবর্তে মিলবে ৪ হাজার টাকা সম্ভবত দীপাবলির (Diwali ) আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) এই ঘোষণা করতে পারেন ৷

বিভিন্ন সময় নানারকম প্রশ্নচিহ্নের সন্মুখীন হতে হয়েছে পিএম কিসান সম্মান নিধি যোজনাকে(PM Kisan Samman Nidhi Yojana) কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর(Narendra singh Tomor) ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Finance Minister Nirmala Sitaraman) সঙ্গে বৈঠক করেন বিহারের কৃষিমন্ত্রী অমরেন্দ্র প্রতাপ সিং(Amarendra Pratap singh)তারপরই কিসান সম্মান নিধি যোজনার টাকা( PM Kisan Samman Nidhi Yojana) দ্বিগুণ করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হওয়ার খবর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিহারের কৃষিমন্ত্রীপিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) দশম কিস্তির টাকা খুব শীঘ্রই পেয়ে যাবেন গ্রাহকরা৷

Latest Videos

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের ১১.৩৭ কোটি কৃষককে ১.৫৮ লক্ষ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে বলে সুত্রের খবর৷ আগামী ১৫ ডিসেম্বর পিএম কিসান সম্মান নিধি যোজনার( PM Kisan Samman Nidhi Yojana) টাকা পাঠানোর চূড়ান্ত দিনক্ষণ ধার্য করা হয়েছে  গত বছর ২৫ ডিসেম্বর ২০২১-এ কৃষকদের টাকা ট্রান্সফার করা হয়েছিল যদি কোনও গ্রাহক পিএম কিসান সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana)) শেষ কিস্তির টাকা না পেয়ে থাকেন তাহলে তিনি ৩০ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই নাম নথিভুক্ত করে নেবেন৷ নাম নথিভুক্ত করার জন্য পিএম কিসান সম্মান নিধি যোজনার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে (Website of PM Kisan Samman Nidhi Yojana)  ৷ ২০১৮-তে শুরু হয়েছিল কিসান সম্মান নিধি যোজনা( Kisan Samman Nidhi Yojana) ২০২২ সাল পর্যন্ত কৃষকদের আয় দ্বিগুণ করাই ছিল এই যোজনার লক্ষ্য৷ এবার হয়তো সেই লক্ষ্য পূরণের দিকেই এগোচ্ছে কেন্দ্রীয় সরকার

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন