Advertisement King Virat-অধিনায়কত্ব ছাড়াও পরও বিজ্ঞাপন জগতে বিরাটই রাজা

Published : Jan 21, 2022, 05:02 PM IST
Advertisement King Virat-অধিনায়কত্ব ছাড়াও পরও বিজ্ঞাপন জগতে বিরাটই রাজা

সংক্ষিপ্ত

টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়ার কোনও প্রভাব পড়ে নি বিজ্ঞাপন জগতে। পুরনো সকল ব্র্যান্ডের সঙ্গে আজও অটুট চুক্তি । 

বিরাট কোহলি (Virat Kohli)...খেলার ময়দানের একজন সুপারস্টার। আট থেকে আশি সকলের কাছেই অত্যন্ত প্রিয় বিরাট। ক্রিকেট মাঠের ২২ গজই হোক বা মাঠের বাইরে, কোহলির জনপ্রিয়তা যেন সর্বজনবিদিত। ক্রিকেট স্টার বিরাট কোহলির বর্তমানে টেস্ট ক্রিকেট থেকেও নিজের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন (Resigning Captainship)। তাঁর এই সিদ্ধান্তে একেবারে অবাক বনে গিয়েছিল ক্রিকেটপ্রেমী থেকে বিরাট ভক্তরা। কিন্তু মাঠের বাইরেও তাঁর একটা বিশাল জগত রয়েছে। ক্রিকেট স্টারের বাইরেও তাঁর জনপ্রিয়তার পরিসরটা অনেকখানিই বিস্তৃত। এই প্রসঙ্গে বলতে হয় বিজ্ঞাপন জগতের কোম্পানিগুলির কাছে বিরাটই এখন রাজা। ক্রিকেচট মাঠের অন্দরের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনকে কোনওভাবেই একসুতোয় গাঁথতে চান না বিজ্ঞাপন সংস্থার (Advertisement Industry) মালিকরা। তাঁদের কাছে ভারতের প্রাক্তন অধিনায়কের জৌলুস আজও একই রকম। সেই জৌলুসে বিন্দু মাত্র ভাটা পড়ে নি। তাই তো বিজ্ঞাপন জগত থেকে মোট অঙ্কের টাকা ঘরে তোলেন বিরাট।  ২০২১ সালে শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই বিরাট কোহলির প্রায় ১৭৮.৭৭ কোটি টাকা আয় হয়েছিল (Tp Earn A Lot From Ad Only)বলে অনুমান করা হয়। 

বিশেষজ্ঞদের মতে, স্টার সবসময় স্টারই থাকে। ঠিক যেভাবে ক্রিকেট ময়দান ছাড়ার পর ধোনি বা সৌরভের  ব্র্যান্ড ভ্যালু কমেনি ঠিক সেই রকমভাবেই অভিনায়কত্ব ছাড়ার পড়েও বিরাটের চাহিদায় এতটুকু ঘাটতি দেখা যাবে না। সর্বোপরি  বিরাটের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তাঁর ব্র্যান্ডের উপর কোনও প্রভাব ফেলবে না বলেই মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। পুমার এক্সিকিউটিভ ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্য়ায় বিরাটের বিজ্ঞাপন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, তাঁর সঙ্গে সেই সংস্থার দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে। আর সেই জন্য নিজেদের সৌভাগ্যবান বলেও মনে করছেন তিনি। অধিনায়কত্ব ছাড়া তাঁর ব্যক্তিগত ব্যাপার, আর ব্যক্তিগত জীবনের প্রভাব কখনই ব্র্যান্ডের ওপর পড়বে না বলে জানিয়েছেন তিনি। ২০১৭ সাল থেকে বিরাট এই স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। আট বছরের জন্য বিরাটের সঙ্গে ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল বলে জানা যাচ্ছে। 

আরও পড়ুন-Sourav vs Virat: কোহলিকে নাকি শোকজ করতে চেয়েছিলেন সৌরভ, বিস্ফোরক তথ্যে তোলপার ভারতীয় ক্রিকেট

আরও পড়ুন-83 Movie Gossip: বর্ষ সেরা বিজ্ঞাপন স্পনসর ছবি ৮৩, প্রায় ৩৫ টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ

আরও পড়ুন-Virat-Anushka: কোহলিকে আবেগঘন বার্তা অনুষ্কার, কী লিখলেন বিরাট পত্নী

ভারতীয় দলে বিরাটের মত একজন খেলোয়ারকে ছাপিয়ে যেতে পারে সেই দক্ষতা কতজনের মধ্যে রয়েছে সেই বিষয়ে যথেষ্ঠ সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, আজও যেভাবে বিজ্ঞাপন জগতে রাজত্ব করছে ধোনি, ঠিক সেইভাবেই বিজ্ঞাপন দুনিয়ায় দাপিয়ে বেড়াবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। বিজ্ঞাপন জগতে বিরাটের জুড়ি মেলা ভার। ক্রিকেটের ব্যাট হাতে যেভাবে ছক্কা হাঁকাতে পারেন, ঠিক তেমনই বিজ্ঞাপনের একজন দক্ষ শিল্পীরও পরিচয় দিয়েছেন তিনি। বলা বাহুল্য, একটি বিজ্ঞাপনের শ্যুটিং থেকেই কিন্তু প্রেমের সুত্রপাত হয়েছিল বীরুষ্কার। আর বিজ্ঞাপন থেকে বিরাটের যে আয়ের পরিমান অনুমান করা হয়েছে, তা অনেকের সেলেবের বিজ্ঞাপন থেকে আয়ের চেয়ে কম। উল্লেখ্য, অধিনায়কত্ব ছাড়ার পরও পুমা স্টোর্টওয়্যার, হিরো টু হুইলার, এমআরএফ টয়ার, অডি, মিন্ত্রা, ভিভোর মত একসে বরকর এক নামজাদা ব্র্যান্ডের সঙ্গে আজও বিরাট কোহলির চুক্তি একদম অটুট (Old Agreement Intact)। 
 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে স্বল্প বিনিয়োগে মিলবে ৮.৫ লক্ষ রিটার্ন! দেখুন সহজ হিসেব
Largest Investment in Asia: মাইক্রোসফটের বিশাল বিনিয়োগ ভারতে, যা হতে চলেছে এশিয়ায় বৃহত্তম বিনিয়োগ