প্রি-ম্যাচিওর মেয়াদী আমানত থেকে টাকা তোলার বিশেষ সুবিধা নিয়ে এল এই ব্যাঙ্ক

Published : Jan 13, 2021, 05:36 PM IST
প্রি-ম্যাচিওর মেয়াদী  আমানত থেকে টাকা তোলার বিশেষ সুবিধা নিয়ে এল এই ব্যাঙ্ক

সংক্ষিপ্ত

বিনা জরিমানায় টাকা তোলার বিশেষ সুবিধা আনল এই ব্যাঙ্ক প্রি-ম্যাচিওর মেয়াদী  আমানত থেকে টাকা তোলা আরও সহজ এর জন্য প্রয়োজন হবে না কোনও পেনাল্টি জেনে নিন বিস্তারিত

নিজের গ্রাহকদের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দেওয়া ভারতের এই জনপ্রিয় বেসরকারী ব্যাঙ্ক অ্যাক্সিস ১৫ ডিসেম্বর,২০২০ বা তারপরে করা নতুন দুই বছর বা তার বেশি মেয়াদের খুচরা মেয়াদী আমানতগুলিতে সময়ের পূর্বে বন্ধ করার উপর জরিমানা অপসারণ করার কথা ঘোষণা করেছে।  এই গ্রাহক-বান্ধব বৈশিষ্ট্যটির উদ্দেশ্য হল ক্যাশ টাকার  আকস্মিক প্রয়োজন সম্পর্কে অধিক চিন্তা না করে খুচরা গ্রাহকদের দীর্ঘমেয়াদী খাতে সঞ্চয় করতে উৎসাহিত করা। 

আরও পড়ুন- প্রাইভেসি রক্ষা করাটা আমাদের মজ্জাগত, ফেসবুকে ডেটা শেয়ার বিতর্কে বিশাল বিজ্ঞাপণ WhatsApp-এর

অ্যাক্সিস ব্যাঙ্কের নতুন এই বৈশিষ্ট্যটিতে সমস্ত নতুন স্থায়ী আমানত এবং রেকারিং আমানতের ক্ষেত্রেও  প্রযোজ্য হবে।  এমনকী ২ বছরের বেশি মেয়াদের জন্য বুক করা নতুন আমানতের ক্ষেত্রে বুকিংয়ের ১৫ মাস পর থেকে  বিনা জরিমানায়  প্রি-ম্যাচিওর টাকা তোলা যাবে। এছাড়া নতুন বৈশিষ্ট্যটিতে মেয়াদী আমানত মূল্যের ২৫ শতাংশ পর্যন্ত প্রথমবার তোলার ক্ষেত্রে কোনও জরিমানা ধার্য করবেনা। সঙ্গে, অ্যাক্সিস ব্যাঙ্ক দিচ্ছে আকর্ষণীয় সুদের হার এবং একাধিক বিকল্প সুবিধা যেমন স্থায়ী ও রেকারিং ডিপোজিটের উপর সংযোজিত, মাসিক বা ত্রৈমাসিক সুদ পেমেন্টের ব্যবস্থা।

আরও পড়ুন- চিকেন ও ডিম খেলে কি বার্ড ফ্লু ছড়িয়ে পড়তে পারে, জেনে নিন এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা

এই বিষয়ে, অ্যাক্সিস ব্যাঙ্ক এর ইভিপি - রিটেল লাইবিলিটিস অ্যান্ড ডিরেক্ট ব্যাঙ্কিং প্রোডাক্টস শ্রী প্রবীণ ভাট  বলেন, "আমরা অ্যাক্সিস ব্যাঙ্কে পরিবর্তনশীল সময়ের সঙ্গে আমাদের গ্রাহকদের সকল প্রয়োজন মেটাতে নতুন এবং আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত সুবিধা আনতে নিরলস কাজ করে চলেছি ।তাই এগিয়ে থাকার জন্য, আমরা ১৫ মাসের পরে সমস্ত মেয়াদী আমানত বন্ধ করার উপর জরিমানা ছাড় করে দিয়েছি । এই নতুন বৈশিষ্ট্যটি আমাদের গ্রাহকের সুবিধার স্বার্থে করা যা আমাদের বুক কোয়ালিটিতে উন্নতি আনবে।"

PREV
click me!

Recommended Stories

Indigo GST Notice: সঙ্কটের মাঝেই ইন্ডিগোর নতুন বিপদ! দিতে হবে ৫৯ কোটি টাকা জরিমানা
মুদ্রাস্ফীতির পর কি মিলবে স্বস্তি! ২০২৬ নিয়ে বড় পূর্বাভাস, জেনে নিন কী বলছে এই রিসার্চ?