অবিশ্বাস্য, বিগত অর্থ বর্ষের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে বন্ধন ব্যাঙ্ক এর ব্যবসা

  • মোট গ্রাহক সংখ্যা ২.২৫  কোটি
  • কাসা অনুপাত রয়েছে ৪৩ শতাংশে 
  • মোট আমানত বেড়ে হয়েছে ৭১১৮৮  কোটি টাকা
  • প্রদত্ত ঋণের বহর বেড়ে হয়েছে  ৮০২৫৫ কোটি টাকা  

Asianet News Bangla | Published : Jan 21, 2021 12:25 PM IST

দেশে আনলক পর্ব শুরু হয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর গত আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে ৩০ শতাংশ হারে বেড়েছে।  দেশের অন্যতম সার্বজনীন ব্যাঙ্ক- বন্ধন ব্যাঙ্ক চলতি ২০২০-২১ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল আজ ঘোষণা করল। সমাবেশি ব্যাঙ্কিং ব্যবস্থা বন্ধনের মননেই রয়েছে। বন্ধন ব্যাঙ্কের  মোট ব্যবসা (আমানত ও ঋণ) গত আর্থিক বছরের তুলনায় ২৬ শতাংশ বেড়ে হয়েছে ১.৫১ লক্ষ কোটি টাকা। 

আরও পড়ুন- বড় খবর, গ্রাহক সুরক্ষার জন্য ১ ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে বহু ATM ...

২০২০ সালের অগস্ট মাসে ব্যাঙ্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। মাত্র এই ৫ বছরেই দেশ জুড়ে  ৫১৯৭  গুলি ব্যাঙ্কিং আউটলেট ও শাখার মাধ্যমে ২.২৫  কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা এখন ৪৭২৬০ ।  বর্তমানে  আমানতের পরিমান  ৭১১৮৮ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কাসা ( কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে) ৬২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এবং মোট আমানতের মধ্যে এখন কাসা অনুপাত হল ৪৩ শতাংশ।

আরও পড়ুন- Reliance Digital-এর রিপাবলিক ডে সেল, প্রি-বুকিং-এ মিলছে অবিশ্বাস্য ছাড় ...

মোট প্রদত্ত ঋণের পরিমান  এখন ৮০২৫৫ কোটি টাকা। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যে কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে। বন্ধন ব্যাঙ্কের সিএআর এখন ২৬.২  শতাংশ, যা প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই  বেশি। পাশাপাশি বন্ধন ব্যাঙ্কের ঋণের খাতাতেও বৃদ্ধি হয়েছে। গত অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে গ্রাহকদের প্রদত্ত ঋণের তুলনায় চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে প্রদত্ত ঋণের পরিমান ২৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। 

Share this article
click me!