জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক, জেনে নিন তারিখগুলো

  • জুলাই মাসে ১৫দিনই বন্ধ থাকবে ব্যাংক
  • সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা
  • জুলাই মাসে রয়েছে একাধিক উৎসব 
  • আরবিআই ঘোষিত এই তারিখগুলিতে বন্ধ ব্যাংক

আগামী জুলাই মাসে ১৫দিনই বন্ধ থাকবে ব্যাংক। জানেন কী? তাই গুরুত্বপূর্ণ কাজ সেরে রাখুন আগে ভাগেই। কারণ যে যে দিনগুলিতে ব্যাংক বন্ধ, সেগুলি না জেনে রাখলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। একাধিক উৎসব থাকার কারণে ও কেন্দ্র ঘোষিত বেশ কিছু ছুটির দিন পড়ায় এবার জুলাই মাসে ১৫দিনই বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া ক্যালেন্ডার অনুযায়ী এই ১৫দিনের মধ্যে নয় দিন বিভিন্ন অনুষ্ঠান পড়েছে। বাকি ছয় দিন সপ্তাহান্ত ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাংক। 

হামলার নয়া ধাঁচ পাক জঙ্গিদের, ভারতে এই প্রথম ড্রোন হামলা জম্মু বিমান বন্দরে

Latest Videos

রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী স্থানীয় উৎসব অনুযায়ী বসেই এলাকার ব্যাক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই মাসের মূল উৎসব ইদ উল আধা বা বকরি ইদ। এদিন সারা দেশের আরবিআই অনুমোদিত ব্যাংকগুলি বন্ধ থাকবে। ইদ উল আধার জন্য ব্যাংক বন্ধ থাকবে ২১শে জুলাই।

আরবিআইয়ের গাইডলাইন জানাচ্ছে নির্ধারিত দিনগুলিতে সরকারি ও বেসরকারি সব ব্যাংক বন্ধ থাকবে। বন্ধ থাকবে বিদেশি ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকগুলিও। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক, এক নজরে দেখে নিন তার তালিকা 

৪ঠা জুলাই- রবিবার
১০ই জুলাই- দ্বিতীয় শনিবার
১১ই জুলাই - রবিবার
১২ই জুলাই- কাং (রাজস্থান), রথযাত্রা (ভুবনেশ্বর, ইম্ফল)
১৩ই জুলাই - ভানু জয়ন্তী (সিকিম), শহিদ দিবস (জম্মু কাশ্মীর)
১৪ই জুলাই - ড্রুকপা সেচি (গ্যাংটক) 
১৬ই জুলাই - হরেলা পূজা (দেরাদুন)
১৭ই জুলাই - খারছি পূজা (আগরতলা, শিলং)
১৮ই জুলাই- রবিবার
২১শে জুলাই - ইদ উল আধা (সারা দেশ)
২৪শে জুলাই - চতুর্থ শনিবার
২৫শে জুলাই - রবিবার 
৩১শে জুলাই - খের পূজা (আগরতলা)

১৫টি ছুটির মধ্যে ৯টি স্থানীয় ছুটি। অর্থাৎ দেশের সব ব্যাংক সেদিন বন্ধ থাকবে না বলেই জানানো হয়েছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
‘এবার সনাতনীদের এক হতে হবে’ হিন্দুদের উদ্দেশ্যে যা বললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today