মে মাসে ১২দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ব্যাংক, জানুন বিস্তারিত

  • মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক
  • সারা দেশ জুড়ে চলতি মাসে এই দিনগুলি ব্যাংক বন্ধ থাকবে
  • এক বিবৃতি জারি করে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
  • এজন্য প্রকাশ করা হয়েছে একটি ক্যালেন্ডারও

সারা দেশ জুড়ে চলতি মাসে অর্থাৎ মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। এক বিবৃতি জারি করে এমনই জানানো হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে। এজন্য প্রকাশ করা হয়েছে একটি ক্যালেন্ডারও। রিজার্ভ ব্যাংক জানিয়েছে তাদের তৈরি করা এই ক্যালেন্ডারের মাধ্যমে জানা যাবে মে মাসে কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাংক। 

আরও পড়ুন - কোভিডে আরও মৃত্যু কলকাতায়, বাড়ল চুল্লি, বাড়িতেই ডেথ সার্টিফিকেট পৌছবে পুরসভা

Latest Videos

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কাজের সময় ও কর্মী সংখ্যায় কাটছাঁট করেছে রিজার্ভ ব্যাংক। জানানো হয়েছে প্রতিটি ব্যাংক নিজেদের ৫০ শতাংশ কর্মী নিয়ে রোজ কাজ করবে। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনের দেওয়া নতুন গাইডলাইন জানাচ্ছে, প্রতিটি ব্রাঞ্চসকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ করবে। সরকারি ছুটির দিন ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও ব্যাংক বন্ধ থাকবে বিভিন্ন রাজ্যের উৎসবের দিনগুলিতে। 

রিজার্ভ ব্যাংকের ক্যালেন্ডার অনুযায়ী মে মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে বিভিন্ন রাজ্যের উৎসব যেমন রয়েছে, তেমনি রয়েছে কিছু জাতীয় ছুটি। যেমন ১৪ই মে বেশিরভাগ রাজ্যেই পালিত হবে ইদ উল ফিতর। সেদিন প্রায় সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।  

এরই পাশাপাশি, কিছু ব্যাংক পালন করে অক্ষয় তৃতীয়া, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, জুমাত উল ভিদার মত উৎসব। সেই সব দিনও বন্ধ থাকবে ব্যাংক। তাই জেনে নেওয়া দরকার, আপনার নিকটবর্তী ব্যাংকটি কোন কোনদিন বন্ধ থাকতে পারে। 

তিনটি নিয়মের আওতায় আরবিআই এই ছুটির দিনগুলি ধার্য করেছে।

১.  Real Time Gross Settlement Holiday
২. Holiday under Negotiable Instruments Act
৩. Banks' Closing of Accounts

এবার মে মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ, তা জেনে নেওয়া যাক

১লা মে-  এটি ঐতিহাসিক ‘মে ডে’ হিসেবে পরিচিত। অর্থাৎ এই দিনটি হল শ্রমিক দিবস। এদিন বন্ধ থাকবে ব্যাংক
 
৭ই মে-  এদিন পালিত হবে ‘জুমাত-উল-বিদা’। ফলে ব্যাংক বন্ধ থাকবে। এই উৎসবের জন্য কেবল জম্বু কাশ্মীরের ব্যাংকগুলিতে ছুটি থাকবে।
 
১৩ই মে - এদিন পালিত হবে পবিত্র ‘ইদ-উল-ফিতর’। ব্যাংক বন্ধ থাকবে জম্মু, শ্রীনগর, কোচি, মুম্বই, নাগপুর ও তিরুবন্তপুরমে। 
 
১৪ই মে-  এদিন পরশুরাম জয়ন্তী। এরই সাথে এদিনই পালিত হবে ইদ ও অক্ষয় তৃতীয়া। এদিন বেশ কয়েকটি শহরে ব্যাংক বন্ধ থাকবে।
 
২৬শে মে- এদিন পালিত হবে বুদ্ধ পুর্ণিমা। ফলে ব্যাংক বন্ধ থাকবে বিভিন্ন শহরে। 

এছাড়াও দোসরা মে রবিবার, ৮ই মে দ্বিতীয় শনিবার, ৯ই মে রবিবার, ১৬ই মে রবিবার, ২২শে মে চতুর্থ শনিবার, ২৩শে মে রবিবার, ৩০শে মে রবিবার পড়ায়, ব্যাংক বন্ধ থাকবে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury