হাতে মাত্র ২ দিন, ৩১ মার্চের মধ্যে PF সংক্রান্ত এই কাজ করে নিন, না-হলে পড়তে হবে বিপদে

২০২৪-২৫ আর্থিক বছর শেষের আগে PF সংক্রান্ত বিশেষ কাজ ৩১ মার্চের মধ্যে সেরে ফেলুন। পিপিএফ-র ন্যূনতম পরিমাণ জমা, ফাস্ট্যাগে KYC, এবং আইটিআর ফাইলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি দ্রুত সম্পন্ন করুন।

Sayanita Chakraborty | Published : Mar 28, 2025 7:14 AM
110

২০২৪-২৫ আর্থিক বছর এখন শেষ পর্যায়। হাতে আর ২টো দিন আছে।

210

৩১ মার্চ শেষ হওয়ার আগে আপনার PF সংক্রান্ত এই বিশেষ কাজ করে নিন। তা না হলে পরে পড়বেন বিপদে।

310

আর্থিক বিনিয়োগ ও সেই সংক্রান্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে হাতে সময় অল্প। এদিকে চলতি সপ্তাহে ২ দিন ছিল ব্যাঙ্ক ধর্মঘট।

410

সে যাই হোক, ৩১ মার্চের মধ্যে PF এবং অন্য কয়টি বিষয় এই কাজ অবশ্যই করে ফেলুন।

510

৩১ মার্চের মধ্যে পিপিএফ-র ন্যূনতম পরিমাণ জমা, ফাস্ট্যাগে KYC, আপডেট আইটিআর ফাইলিং, টিডিএস ফাইলিং করে নিন।

610

পিপিএফ অ্যাকাউন্টে সরকার কর্ত-ত প্রদেয় সুদের হার অন্যান্য অ্যাকাউন্টের থেকে বেশি। তবে, আপনি টাকা জমা না দিতে পাবেন না সেই সুবিধা।

710

তেমনই ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য নিজেদের ট্যাক্স রিটার্ন দাখিল না করে থাকলে তা দ্রুত করে নিন।

810

তাই দেরি না করে পিপিএফ সংক্রান্ত কাজ দ্রুত করে নিন।

910

হাতে আর ২ দিন মোটে। ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে নিজেই পড়বেন বিপদে।

1010

পিপিএফ অ্যাকাউন্টে সরকার যে সুবিধা দিয়ে থাকে তা আর মিলবে না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos