২০২৪-২৫ আর্থিক বছর এখন শেষ পর্যায়। হাতে আর ২টো দিন আছে।
৩১ মার্চ শেষ হওয়ার আগে আপনার PF সংক্রান্ত এই বিশেষ কাজ করে নিন। তা না হলে পরে পড়বেন বিপদে।
আর্থিক বিনিয়োগ ও সেই সংক্রান্ত প্রস্তুতি সম্পূর্ণ করতে হাতে সময় অল্প। এদিকে চলতি সপ্তাহে ২ দিন ছিল ব্যাঙ্ক ধর্মঘট।
সে যাই হোক, ৩১ মার্চের মধ্যে PF এবং অন্য কয়টি বিষয় এই কাজ অবশ্যই করে ফেলুন।
৩১ মার্চের মধ্যে পিপিএফ-র ন্যূনতম পরিমাণ জমা, ফাস্ট্যাগে KYC, আপডেট আইটিআর ফাইলিং, টিডিএস ফাইলিং করে নিন।
পিপিএফ অ্যাকাউন্টে সরকার কর্ত-ত প্রদেয় সুদের হার অন্যান্য অ্যাকাউন্টের থেকে বেশি। তবে, আপনি টাকা জমা না দিতে পাবেন না সেই সুবিধা।
তেমনই ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য নিজেদের ট্যাক্স রিটার্ন দাখিল না করে থাকলে তা দ্রুত করে নিন।
তাই দেরি না করে পিপিএফ সংক্রান্ত কাজ দ্রুত করে নিন।
হাতে আর ২ দিন মোটে। ৩১ মার্চের মধ্যে এই কাজ না করলে নিজেই পড়বেন বিপদে।
পিপিএফ অ্যাকাউন্টে সরকার যে সুবিধা দিয়ে থাকে তা আর মিলবে না।
Sayanita Chakraborty