১ মাসের মধ্যে বাতিল করে দেওয়া হবে ৫০০ টাকার নোট? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র!

Published : Jun 01, 2025, 03:04 PM IST

বিরাট খবর! আগামী ১ মাসের মধ্যে বাতিল করা হতে পারে ৫০০ টাকার নোট? বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। সেক্ষেত্রে ফের কি নোটবন্দির মুখে পড়তে চলেছে দেশ? কবে এই বিরাট সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে, জেনে নিন সব তথ্য

PREV
110

বিরাট খবর সামনে আসতে চলেছে। ৫০০ টাকার নোট দিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

210

জানা যাচ্ছে বাজার থেকে সব ৫০০ টাকার নোট তুলে নিতে পারে কেন্দ্র।

410

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে, সমস্ত ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল ATM অপারেটরদের ATM-এ ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাধ্যতামূলকভাবে রাখতে হবে।

510

জানা যাচ্ছে, ৩০ সেপ্টেম্বর, ২০২৫-র মধ্যে দেশের ৭৫% ATM-এ অবশ্যই ১০০ টাকা ২০০ টাকার নোট রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

610

সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন এসেছে যে যাতে ৫০০ টাকার নোট বাতিল করা হয়।

710

এর কারণ হিসেবে বলা হয়েছে যে দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল করতে হলে এবং ডিজিটাল লেনদেনকে আরো উৎসাহ দিতে হবে। ফলে নগদ টাকার নির্ভরতা কমাতে হবে। এর জন্য ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট বাতিল করা আগে প্রয়োজন।

810

তাহলে ৫০০ টাকার নোট বাতিলের পথে হাঁটতে চলেছে কেন্দ্র

910

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সম্প্রতি কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছে, যাতে ৫০০ টাকার নোট বাতিল করা হয়।

1010

এবার কেন্দ্র কোন পথে এগোয়, সেটাই দেখার

Read more Photos on
click me!

Recommended Stories