জুনের প্রথম সপ্তাহ থেকেই নতুন নিয়ম! সপ্তাহে এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? রাতেও হবে লেনদেন?

Published : Jun 01, 2025, 10:37 AM IST

নয়া নিয়ম ব্যাঙ্ক গ্রাহকদের জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এই বিশেষ নিয়ম না জানলে পরে বড় সমস্যায় পড়তে হতে পারে গ্রাহককে। জুনের প্রথম সপ্তাহ থেকেই নাকি চালু হচ্ছে নতুন নিয়ম! সপ্তাহে এই ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?

PREV
114

নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

214

জুন থেকেই জারি হতে পারে নিয়ম

314

অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যাঙ্ক কর্মীদের। বহুদিন ধরে চলা ছুটির দাবি মঞ্জুর করল কেন্দ্রীয় সরকার?

414

এবার থেকে মিলবে সপ্তাহে ২ দিন টানা ছুটি।

514

জুন মাস থেকেই নাকি সপ্তাহে মোটে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। বাকি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। শনিবারে আর হবে না কোনও লেনদেন।

614

বহুদিন ধরেই শনি ও রবিবার ২ দিন ছুটি চাইছিলেন ব্যাঙ্ক কর্মীরা।

714

এবার মঞ্জুর হয়ে যাচ্ছে এই ছুটি। শনি ও রবি ২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

814

বর্তমানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সমস্ত রবিবারে বন্ধ থাকে ব্যাঙ্কিং পরিষেবা। এবার এই ছুটিই বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

914

যেহেতু শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে তাই দুই শিফ্টে ব্যাঙ্ক খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ সন্ধের পরেও মিলতে পারে লেনদেনের সুবিধা।

1014

সারা সপ্তাহ অফিসের কাজে ব্যস্ত থাকেন অনেকেই। ফলে একমাত্র শনিবার তাদের জন্য লেনদেন করার সঠিক দিন হয়।

1114

তাই সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখেই এবার সন্ধের পরেও ব্যাঙ্ক খুলে রাখার ভাবনা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার।

1214

সপ্তাহে টানা ২ দিন ছুটি পেতে বাকি ৫ দিন অতিরিক্ত কাজ করতে হতে পারে ব্যাঙ্ক কর্মীদের। এ ছাড়াও দুই শিফ্টে হতে পারে কাজ।

1314

সকাল থেকে বিকেল ও দুপুর থেকে রাত এই ২ শিফ্টে কর্মীদের কাজ করার প্রস্তাব জানাতে পারে কেন্দ্র।

1414

সব ঠিক থাকলে জুন থেকে আর শনিবার ও রবিবার হবে না ব্যাঙ্কে কোনও লেনদেনের কাজ।

Read more Photos on
click me!

Recommended Stories