শেয়ার বাজারের এই দোলাচলের মধ্যেই মাত্র এক বছরে ৫০% রিটার্ন দিয়েছে এই স্টকগুলি

Published : Feb 08, 2025, 01:33 PM IST

বাজেট পেশ এবং রিজার্ভ ব্যাঙ্কের রেপোর্টের পরেও শেয়ার বাজারে অস্থিরতা বিরাজ করছে। ডলারের দাম বৃদ্ধি এবং মার্কিন প্রেসিডেন্টের শুল্ক চাপানোর প্রভাবে বাজারে ধ্বস নেমেছে। তবে, কিছু স্টক রয়েছে যা এক বছরে ৫০% পর্যন্ত রিটার্ন দিতে পারে।

PREV
110

বাজেট পেশের পর থেকেই দোলাচলে শেয়ার বাজার, কোন কোন সেক্ট ভালো হলে কোনটায় আবার ধ্বস।

210

এরই মধ্যে শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট ২৫ বেসিস পয়েন্ট কমালেও একটুও বদলায়নি পরিবেশ।

310

তবে শেয়ার বাজারে কেন এমন পরিস্থিতি, কোন কোন বিষয় এর জন্য দায়ী?

410

এর জন্য প্রধান কারণ হল ডলারর দাম বৃদ্ধি!মার্কিন প্রেসিডেন্টের শুল্ক চাপানো বেশ প্রভাব ফেলেছে দেশের শেয়ার বাজারে।

510

এই অবস্থায় দীর্ঘমেয়াদি লাভজনক রিটার্নের কয়েকটি স্টকের হদিশ দেওয়া হল, যা আপনার জন্য লাভবান হতে পারে।

610

এমন কিছু স্টক রয়েছে যা এক বছরের মধ্যেই ৫০ শতাংশ রিটার্ন দিচ্ছে, জেনে নিন এই স্টকগুলি সম্পর্কে।

710

কোল ইন্ডিয়া: কিনতে পারেন দেশের সেরা এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক। এর আপসাইড এর ক্ষমতা ৫৯ শতাংশ। অর্থাৎ মাত্র এর বছরের মধ্যেই ৫৯ শতাংশ দাম ফেরত পেতে পারেন।

810

অশোক লেল্যান্ড: এই সংস্থার স্টক অটো সেক্টরের মধ্যে বেশ ভরসাযোগ্য। এই স্টক নিয়ে বেশ আশাবাদী প্রফেসনাল বিনিয়োগকারীরা। এর আপসাইড ক্ষমতা ৫৫ শতাংশ।

910

অরবিন্দ ফার্মা: এই সংস্থার স্টক ওষুধ প্রস্তুতকারক স্টকগুলির মধ্যে অন্যতম। যা বিশেষজ্ঞরা কেনার পরামর্শ দিয়ে থাকেন। ১ বছরে ৬৩ শতাংশ পর্যন্ত এই সংস্থার শেয়ার বাড়তে পারে ।

1010

জুনিপার হোটেলস: এই স্টকের জন্য বিশেষজ্ঞরা বলেছে সবার আগে এটা ট্রাই করুন। এক বছরে ৭৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই স্টক।

click me!

Recommended Stories