ATM Transaction Rules: বড় পরিবর্তন! ATM থেকে টাকা তোলা আরও সহজ, তুলতে পারবেন ৫০ হাজার পর্যন্ত

Published : Apr 23, 2025, 06:17 PM IST

ATM Transaction: গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্কিং সেক্টরে আসছে বড় পরিবর্তন। এবার থেকে ATM-এ টাকা তোলা হবে আরও সহজ এবং গ্রামীণ এলাকায় মাসে ৮ বার পর্যন্ত টাকা তোলা যাবে। প্রবীণ ব্যক্তিরা ATM থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।

PREV
110

ফের গ্রাহকদের কথা মাথায় রেখে বিরাট পরিবর্তন আসছে ব্যাঙ্কিং সেক্টরে (Banking Sector)। এবার থেকে টাকা তোলা হবে আরও সহজ।

210

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সরকারি ও বেসরকারি খাতের ব্যাঙ্কগুলোর (Bank) সঙ্গে সমন্বয় করে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। যার দ্বারা উপকৃত হবেন সাধারণ মানুষ।

410

এবার থেকে মাসে ৮ বার পর্যন্ত টাকা তোলা যাবে এটিএম (ATM) থেকে। গ্রামীণ এলাকায় প্রযোজ্য এই নিয়ম।

510

প্রবীণ ব্যক্তিরা এবার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এটিএম (ATM) থেকে।

610

রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে টাকা তুললে আর বাড়তি চার্জ (Charges) কাটবে না।

710

এমার্জেন্সি টাকা তোলার জন্য এবার থেকে মোবাইলে ওটিপি (OTP) আসবে।

810

তেমনই নেট ব্যাঙ্কিং থেকে ফিক্সড ডিপোজিট সবেতে আসছে পরিবর্তন। এবার থেকে আরও সহজ হবে ব্যাঙ্কের কাজ।

910

টাকা তোলা যেমন হবে সহজ তেমনই আর থাকবে না কোনও জটিলতা।

1010

গ্রাহকদের সুবিধার্থে নানান পরিবর্তন আনা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে। শীঘ্রই এটিএম ব্যবস্থায় এমন সুবিধা আসতে চলেছে।

click me!

Recommended Stories