চারিদিকে ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার জাল নোট! অজান্তেই রোজ লেনদেন করছে মানুষ, কীভাবে চিনবেন এই টাকা?

Published : Apr 22, 2025, 05:17 PM IST

বাজারে ছড়িয়ে পড়েছে অত্যন্ত নিখুঁত জাল নোট, যা আসল নোটের হুবহু। চারিদিকে ছড়িয়ে পড়েছে ৫০০ টাকার জাল নোট! অজান্তেই রোজ লেনদেন করছে মানুষ, কীভাবে চিনবেন এই টাকা?

PREV
17

আবার বাজারে ছেয়ে গিয়েছে জাল নোট! ফের সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। অত্যন্ত নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এই নোট। মুদ্রণ ও মানের দিক থেকে একেবারে হুবহু আসল নোটের মতো দেখতে এই টাকা।

27

স্বাভাবিক ভাবেই একেবারে চোখ এড়িয়ে যাচ্ছে এই নকল টাকা। আসল ও নকলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

37

যদিও এই জাল নোটগুলিতে একটি বিশেষ ভুল ধরা পড়েছে। Reserve Bank Of India লেখায় Reserve Bank- শব্দে ভুল করে Resarve Bank লেখা হয়েছে। খুব ভাল ভাবে না দেখলে এই ভুল একেবারেই চোখে পড়বে না।

47

বিপুল ভাবে বাজারে ছড়িয়ে পড়েছে এই জাল নোট। অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে সাধারণ মানুষ ও ব্যাঙ্ককে।

57

ঠিক কত পরিমাণ জাল নোট ছড়িয়েছে তার হিসেব অবশ্য পাওয়া মুশকিল।

67

ইতিমধ্যেই এই জাল নোট থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশেষ সেল। সরকার জাল নোটের বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই।

77

এ ছাড়া জাল নোট সনাক্তকরণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ থেকে।

click me!

Recommended Stories