আবার বাজারে ছেয়ে গিয়েছে জাল নোট! ফের সতর্কতা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক। অত্যন্ত নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এই নোট। মুদ্রণ ও মানের দিক থেকে একেবারে হুবহু আসল নোটের মতো দেখতে এই টাকা।
27
স্বাভাবিক ভাবেই একেবারে চোখ এড়িয়ে যাচ্ছে এই নকল টাকা। আসল ও নকলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে।
37
যদিও এই জাল নোটগুলিতে একটি বিশেষ ভুল ধরা পড়েছে। Reserve Bank Of India লেখায় Reserve Bank- শব্দে ভুল করে Resarve Bank লেখা হয়েছে। খুব ভাল ভাবে না দেখলে এই ভুল একেবারেই চোখে পড়বে না।