বাড়ি করার স্বপ্নপূরণের জন্য ঋণ নিতে চাইছেন? আপনার সহায়ক হতে পারে বাজাজ ফিনসার্ভ অ্যাপ

Published : Nov 03, 2024, 06:42 PM ISTUpdated : Nov 03, 2024, 06:48 PM IST
house loan

সংক্ষিপ্ত

বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনার জন্য বেশিরভাগ মানুষই হোম লোন নেন। বিভিন্ন সংস্থাই হোম লোন দিয়ে থাকে। তবে কোন সংস্থা থেকে হোম লোন নিলে সবচেয়ে বেশি সুবিধা হয়, সেটা বুঝে নেওয়া দরকার।

নতুন বাড়ি তৈরি করতে চাইছেন? ফ্ল্যাট কিনতে চাইছেন? কোন সংস্থা থেকে হোম লোন নিলে সবচেয়ে তাড়াতাড়ি, সহজে টাকা পেয়ে যেতে পারেন এবং ইএমআই সবচেয়ে সহজ হবে, সেটা আগে জেনে নেওয়া ভালো। হোম লোন সংক্রান্ত অনেক জটিলতাই থাকে। হোম লোন নেওয়াই শুধু নয়, প্রতি মাসে যে টাকা শোধ দিতে হবে, সেটাও অনেক বড় মাথাব্যথা। তবে সাধারণ মানুষের সুবিধার্থে এসে গিয়েছে বাজাজ ফিনসার্ভ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সহজেই হোম লোন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে। সব প্রশ্নের জবাবও রয়েছে এখানে। বাজাজ হাউসিং ফিন্যান্স হোম লোন ইএমআই ক্যালকুলেটরের মতো টুলের মাধ্যমে সবারই কাজ অনেক সহজ হয়ে যায়। এই টুলে শুধু ঋণের অঙ্ক, সুদের হার, ঋণ পরিশোধের সময় দিলেই জানা যাবে প্রতি মাসে কত টাকা করে শোধ দিতে হবে। ফলে আর কোনও সমস্যা থাকবে না।

বাজাজ ফিনসার্ভ অ্যাপে কী সুবিধা রয়েছে?

বাজাজ হাউসিং ফিন্যান্স হোম লোন ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে সহজেই ঋণ সংক্রান্ত জটিলতা দূর হয়ে যায়। ইএমআই কত হবে, সেটা দ্রুত জেনে নেওয়া যায়। নির্দিষ্ট সময়ের পরে পুরো টাকা শোধ করতে চাইলে কী শর্ত প্রযোজ্য হতে পারে, শুরুতে বেশি টাকা দিলে তারপর সুদের হার কত হতে পারে, এরকম নানা তথ্য পাওয়া যায়।

কীভাবে হোম লোনের জন্য আবেদন করতে হয়?

হোম লোনের জন্য আবেদন করতে হলে মোবাইল ফোনে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বাজাজ ফিনসার্ভ অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপে পুরো নাম, মোবাইল নাম্বার, পেশা সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় সব নথি আপলোড করতে হবে। ভেরিফিকেশন শেষ হলে এই অ্যাপেই সেই তথ্য পাওয়া যাবে। ফলে আর কোনও জটিলতা থাকবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

নতুন আর্থিক বছরে হোম লোন থেকে জীবনদায়ী ওষুধ, সবেতেই পরিবর্তনের ছোয়া, যা আপনাকে প্রভাবিত করবে

ফের বড়সড় ব্যাঙ্ক জালিয়াতি, হোম লোন নিতে গিয়ে সর্বস্ব খোয়ালেন বেহালার যুবক

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় হোম লোন নিতে চান, তাহলে জেনে নিন কোন কোন ব্যাঙ্ক থেকে এই সুবিধা পাবেন

PREV
click me!

Recommended Stories

জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন
২০২৫ সালে ৪৫ শতাংশ ভারতীয় সংস্থাগুলি এআই নির্ভরতার প্রাথমিক পর্যায়ে রয়েছে, জানাচ্ছে রিপোর্ট