Bank Holiday: এপ্রিল মাসে টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? কোন কোন দিন? বেরোল তালিকা

মার্চ মাস প্রায় শেষের পথে। আসছে এপ্রিল। জানা গিয়েছে, এপ্রিল মাসে ১২ দিন খুলবে না ব্যাংকের দরজা (Bank Holidays)। তাই আগেভাগেই তালিকা দেখে নেওয়ার প্রয়োজন আছে গ্রাহকদের। দেখে নিন কবে বন্ধ থাকবে আপনার এলাকার ব্যাঙ্ক।

Parna Sengupta | ANI | Published : Mar 26, 2025 5:06 PM
110

আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে নয়া আর্থিক বছরের প্রথম মাস এপ্রিল।

210

জানা গিয়েছে, এপ্রিল মাসে ১২ দিন খুলবে না ব্যাংকের দরজা (Bank Holidays)।

310

তাই আগেভাগেই তালিকা দেখে নেওয়ার প্রয়োজন আছে গ্রাহকদের। দেখে নিন কবে বন্ধ থাকবে আপনার এলাকার ব্যাঙ্ক।

410

গোটা দেশজুড়ে আগামী এপ্রিল মাসে রয়েছে একাধিক ছুটির দিন। তারমধ্যে বেশ কিছুদিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি ব্যাংকও।

510

উল্লেখ্য, ভারতের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) প্রকাশ করে থাকে তাদের সরকারি-বেসরকারি ব্যাংকগুলির ছুটির তালিকা।

610

তবে এই বিষয়ে বলে রাখা ভালো যে, সমগ্র দেশে একই দিনে সব সময় ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকে না।

710

তাই তালিকা অনুযায়ী আগামী এপ্রিল মাসে কবে কোথায় বন্ধ থাকতে চলেছে ব্যাংক, সেটাই দেখে নেব আজকের প্রতিবেদনে।

810

এপ্রিল মাসে কবে কবে ব্যাংক বন্ধ (Bank Holidays)?

১ এপ্রিল গোটা দেশ জুড়ে বন্ধ থাকে ব্যাংক।

৬ এপ্রিল, রবিবার রামনবমী। হিন্দুদের অন্যতম বড় এই উৎসবকে কেন্দ্র করে দেশের একাধিক প্রান্তে বন্ধ থাকবে ব্যাংক।

১০ এপ্রিল, বৃহস্পতিবার, জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মদিন উপলক্ষে ব্যাংক হলিডে।

১২ এপ্রিল, মাসের দ্বিতীয় শনিবার ব্যাংকে সাপ্তাহিক ছুটি।

910

১৩ এপ্রিল, রবিবার সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক।

১৪ এপ্রিল, সংবিধানের স্থপতি বাবা ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংকের কাজকর্ম।

১৫ এপ্রিল, বোহাগ বিহু উপলক্ষে আগরতলা, গুয়াহাটি, ইটানগর, কলকাতা এবং সিমলায় ব্যাংক বন্ধ।

১৬ এপ্রিল, বোহাগ বিহু উপলক্ষে ব্যাংক বন্ধ গুয়াহাটিতে।

২১ এপ্রিল গড়িয়া পূজা উপলক্ষে আগরতলায় বন্ধ থাকবে ব্যাংক।

২৬ এপ্রিল মাসের চতুর্থ শনিবার ব্যাংকের সাপ্তাহিক ছুটি।

২৯ এপ্রিল ভগবান শ্রীপরশুরাম জয়ন্তী উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক।

৩০ এপ্রিল বাসব জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে বেঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে।

1010

উপরে উল্লেখিত তারিখগুলিতে ব্যাংকের শাখার কাজকর্ম বন্ধ থাকলেও, উপলব্ধ থাকবে এটিএম পরিষেবা ও অনলাইন ব্যাংকিং। গ্রাহকরা বছরের ৩৬৫ দিন অনলাইন ব্যাংকিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকিং পরিষেবা পেতে পারেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos