আজকার ঘরে ঘরে কঠিন রোগ। একের পর এক রোগ বাসা বাঁধছে শরীরে। তেমনই অনেকে আক্রান্ত হচ্ছেন কঠিন রোগে।
এই সকল রোগের কথা আগে থেকে চিন্তা করে সকল স্বাস্থ্য বিমা নিয়ে থাকেন।
স্বাস্থ্যবিমা নিতে গিয়ে অনেকেই পুরনো কোনও রোগের কথা লুকিয়ে যান। তা না হলে প্রিমিয়াম বেশি দিতে হয়।
তেমনই নিজের নেশার কথা সকলেই গোপন করেন এই প্রিমিয়াম বেশি দেওয়ার ভয়ে। জানেন কি, এই ভুলে কানাকড়িও নাও পেতে পারেন।
সদ্য প্রকাশ্যে এসেছে একটি মামলা। মামলাকারীর স্বামী ২০১৩ সালে একটি বিমা সংস্থার থেকে বিমা নেন। এক বছর টাকাও দেন।
এরপর পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই ব্যক্তি। পরে মারাও যান। কিন্তু বিমা সংস্থা কোনও টাকা দেয়নি।
সংস্থা জানিয়ে দেয়, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি মারা গিয়েছে। তাই বিমার কোনও টাকা পাবেন না।
এই মামলা গড়ায় জাতীয় উপভোক্তা কমিশনে। তারা বিমা সংস্থানে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয়।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিমা সংস্থা।
সেখানে আগের নির্দেশ খারিজ করে নয়া পর্যবেক্ষণ সামনে এনেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।