নিজের রোগের কথা গোপন করে স্বাস্থ্যবিমা নিয়েছেন? প্রয়োজনে মিলবে না কানাকড়ি

স্বাস্থ্যবিমা নেওয়ার সময় রোগের তথ্য গোপন করলে ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। মদ্যপানের তথ্য গোপন রাখলে বিমার টাকা পাওয়া যাবে কিনা, তাও আলোচিত হয়েছে।
Sayanita Chakraborty | Published : Mar 26, 2025 4:35 PM
110

আজকার ঘরে ঘরে কঠিন রোগ। একের পর এক রোগ বাসা বাঁধছে শরীরে। তেমনই অনেকে আক্রান্ত হচ্ছেন কঠিন রোগে।

210

এই সকল রোগের কথা আগে থেকে চিন্তা করে সকল স্বাস্থ্য বিমা নিয়ে থাকেন।

310

স্বাস্থ্যবিমা নিতে গিয়ে অনেকেই পুরনো কোনও রোগের কথা লুকিয়ে যান। তা না হলে প্রিমিয়াম বেশি দিতে হয়।

410

তেমনই নিজের নেশার কথা সকলেই গোপন করেন এই প্রিমিয়াম বেশি দেওয়ার ভয়ে। জানেন কি, এই ভুলে কানাকড়িও নাও পেতে পারেন।

510

সদ্য প্রকাশ্যে এসেছে একটি মামলা। মামলাকারীর স্বামী ২০১৩ সালে একটি বিমা সংস্থার থেকে বিমা নেন। এক বছর টাকাও দেন।

610

এরপর পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই ব্যক্তি। পরে মারাও যান। কিন্তু বিমা সংস্থা কোনও টাকা দেয়নি।

710

সংস্থা জানিয়ে দেয়, অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি মারা গিয়েছে। তাই বিমার কোনও টাকা পাবেন না।

810

এই মামলা গড়ায় জাতীয় উপভোক্তা কমিশনে। তারা বিমা সংস্থানে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয়।

910

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিমা সংস্থা।

1010

সেখানে আগের নির্দেশ খারিজ করে নয়া পর্যবেক্ষণ সামনে এনেছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos