Bank Holiday: আজ থেকে টানা ৪ দিন বন্ধ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ব্যাঙ্ক! কেন জানেন?

Published : Apr 12, 2025, 01:11 PM IST

এপ্রিল মাসের মাঝামাঝি। আজ থেকে টানা ৪ দিন বন্ধ আপনার এলাকার ব্যাঙ্ক! জানেন তো? এপ্রিল মাসে ১২ তারিখ অর্থাৎ আজ থেকে মঙ্গলবার অর্থাৎ ১৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ ব্যাঙ্ক! কেন? জেনে নিন

PREV
110

টানা তিনদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্ক (Bank Close)। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন।

210

ফলে আপনারও যদি এই তিনদিনের মধ্যে কোনও গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে থাকে তাহলে তা করতে পারবেন না। ফলে সমস্যায় পড়তে পারেন আপনি।

410

আজ ১২ই এপ্রিল এই মাসের দ্বিতীয় শনিবার। এর ফলে দেশের সকল বেসরকারি ও সরকারি ব্যাংক বন্ধ থাকবে।

510

এর পাশাপাশি, ১৩ এপ্রিল রবিবার হওয়ায় ব্যাংকগুলিতে ছুটি থাকবে। ডঃ ভীমরাও আম্বেদকর জয়ন্তী ১৪ই এপ্রিল পালিত হবে।

610

দক্ষিণ ভারতের অনেক রাজ্য, যেমন কেরালা, বিষু এবং তামিলনাড়ুতে নববর্ষ উদযাপন করা হয়।

710

১৪ এপ্রিল অসমেও বিহু উৎসব পালিত হবে। যার কারণে ১৪ এপ্রিল কেরালা, তামিলনাড়ু, আসামের সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়েছে আরবিআই।

810

বাংলায় ১৫ এপ্রিল নববর্ষ উদযাপিত হবে। এই কারণেই এই দিনে পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ এবং হিমাচল প্রদেশে ব্যাংক বন্ধ থাকবে।

910

এরপর আগামী ২১শে এপ্রিল গড়িয়া পূজা উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে। এর পাশাপাশি, ২৯ এপ্রিল পরশুরাম জয়ন্তী উপলক্ষে হিমাচল প্রদেশের ব্যাংকগুলিতে কোনও কাজ থাকবে না।

1010

৩০শে এপ্রিল বাসব জয়ন্তী উপলক্ষে কর্ণাটকের সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাংক বন্ধ থাকবে।

click me!

Recommended Stories