- Home
- Business News
- Other Business
- State Bank Of India: নয়া বিধি না জানলে অজান্তে অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে টাকা! গ্রাহকদের এই নিয়ম জানা আবশ্যক
State Bank Of India: নয়া বিধি না জানলে অজান্তে অ্যাকাউন্ট থেকে কাটতে থাকবে টাকা! গ্রাহকদের এই নিয়ম জানা আবশ্যক
এটিএম কার্ডের নতুন নিয়ম জারি করেছে, যেখানে গ্রাহকদের অজ্ঞতার কারণে ২ হাজার কোটির বেশি টাকা চার্জ হিসেবে আদায় হয়েছে। এটিএম ব্যবহারের নিয়মাবলী জেনে অতিরিক্ত চার্জ এড়ান।
- FB
- TW
- Linkdin
)
সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই বছরের প্রথমেই এটিএম কার্ড(ATM Card) সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল।
দেশের শুধু প্রথম সারির নয় সবচেয়ে ভারতীয়দের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যাঙ্কগুলোর মধ্যে একটি হল সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
এই কারণে অন্যান্য সরকারি ব্যাঙ্কগুলোর থেকে এই ব্যাঙ্ক-এর গ্রাহক সংখ্যাও সবচেয়ে বেশি। আর আপনি যদি এই ব্যাঙ্ক-এর গ্রাহক হন তবে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত।
কয়েক লক্ষ গ্রাহকের এই বিষয়ে সঠিক ধারণা না থাকায় ব্যাঙ্ক কয়েক কোটি টাকা আয় বা লাভ করেছে।
এটিএম ব্যবহার সংক্রান্ত এই বিষয়গুলি তাই এসবিআই গ্রাহকদের অবশ্যই জেনে রাখা উচিত।
এই বিষয়ে গ্রাহকদের সঠিক ধারনা না থাকায় অতিরিক্ত টাকা তোলার চার্জ হিসেবে এসবিআই ২ হাজার ৪৩ কোটি টাকা আয় করেছে কয়েক বছরে।
তাই পুরো বিষয়টি ভালো করে পড়ে জানুন ও পরিবারের অন্যদেরও জানান, যাতে আপনার টাকা অযথা নষ্ট না হয়।
সেস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা নিজস্ব এটিএম থেকে প্রতি মাসে ৫ বার এবং অন্য ব্যাঙ্ক থেকে ১০ বার বিনামূল্যে টাকা তুলতে পারবেন।
এটিএম থেকে টাকা তোলার লিমিট শেষ হয়ে গেলে প্রতিবার এটিএম থেকে লেনদেনের সময় নিজস্ব এটিএম-এর ক্ষেত্রে ১৫ টাকা ও জিএসটি চার্জ দিতে হবে।
এরপর যেসব গ্রাহকের অ্যাকাউন্টে ২৫ থেকে ৫০ হাজার মেইনটেনেন্স ব্যালেন্স থাকবে সেই গ্রাহকরা অন্য ব্যাঙ্কে ১০+৫(অতিরিক্ত)টাকা তোলার সুযোগ পাবেন।
আর এসবিআই ছাড়া অন্য যে কোনও এটিএম থেকে লেনদেনের সময় ২১ টাকা ও জিএসটি চার্জগ্রাহকদের দিতে হবে।
যেসব গ্রাহকের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা মেইনটেনেন্স ব্যালেন্স থাকবে সেই গ্রাহকরা এটিএম থেে আনলিমিটেড টাকা তোলার সুযোগ পাবেন।