Bank Holidays: বাংলায় টানা ৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে, ব্যাঙ্কে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিন ছুটির তালিকায়

Published : Apr 03, 2025, 07:02 PM IST
 ব্যাঙ্ক , ব্যাঙ্কের ছুটির দিন, ব্যাঙ্ক বন্ধ, চার দিন ব্য়াঙ্ক বন্ধ, Bank, bank holiday, bank closed, bank closed for four days,

সংক্ষিপ্ত

Bank Holidays: ছুটির দিনগুলিতে অনলাইন পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা চালু থাকবে না। ভারতের ব্যাঙ্কগুলির ছুটির তালিকা 

Bank Holidays: নতুন আর্থিক বছর শুরু হচ্ছে ২০২৫ সালের ১ এপ্রিল। আর সেই কারণেই মঙ্গলবার , ১ এপ্রিল গোটা দেশের কয়েকটি রাজ্য ব্যাতীত সব রাজ্যেই বন্ধ ছিল ব্যাঙ্ক। বছর শেষে বার্ষিক হিসেব ও লেনদেন চূড়ান্ত করার জন্যই দীর্ঘ দিন ধরেই চলে আসছে এই প্রথা। যাইহোক আন্যান্য প্রতিষ্ঠানের মতই ব্যাঙ্কেরও কয়েকটি নির্ধারিত ছুটি রয়েছে। সেই হিসেবে এপ্রিল মাসে ভারতের ব্যাঙ্কগুলি ১৬টি ছুটি পাবে। যারমধ্যে রয়েছে জাতীয় ও রাজ্যস্তরের ছুটি। আর দ্বিতীয় ও চতুর্থ শনিবার।

ছুটির দিনগুলিতে অনলাইন পরিষেবা ছাড়া আর কোনও পরিষেবা চালু থাকবে না। ভারতের ব্যাঙ্কগুলির ছুটির তালিকাঃ

১। ১ এপ্রিল-বার্ষিক ব্যাঙ্কের হিসেব করার দিন

২। ৫ এপ্রিল- বাবু জগজীবন রাম জয়ন্তী, ছুটি শুধু অন্ধ্রপ্রদেশ আর তেলাঙ্গনায়

৩। ৬ এপ্রিল- রবিবার, রাম নবমী

৪। ১০ এপ্রিল- মহাবীর জয়ন্তী

৫। ১২ এপ্রিল- দ্বিতীয় শনিবার

৬। ১৩ এপ্রিল- রবিবার

৭। ১৪ এপ্রিল- আম্বেদকর জয়ন্তী

৮। ১৫ এপ্রিল- বাংলা নববর্ষ, ভোগ, বিহু (পশ্চিমবঙ্গ, অসম , ত্রিপুরায় ছুটি)

৯। ১৬ এপ্রিল- ভোগ বিহু, অসমে ছুটি

১০। ১৮ এপ্রিল- শুভ শুক্রবার

১১। ২০ এপ্রিল- রবিবার

১২। ২১ এপ্রিল- গড়িয়া পুজো বৈশাখী, জম্মু ও কাশ্মীর ও পঞ্জাবে ছুটি

১৩। ২৬ এপ্রিল- চতুর্থ শনিবার

১৪। ২৭ এপ্রিল- রবিবার

১৫। ২৯ এপ্রিল- পরশুরাম জয়ন্তী

১৬। ৩০ এপ্রিল- অক্ষয় তৃতীয়া

রাজ্য অনুযায়ী ব্যাঙ্কের ছুটি আলাদা আলাদা হয়। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে অফিশিয়াল ওয়েবসাইটে ছুটির দিন দেখে তারপরই যাওয়ার পরিকল্পনা করুন। তবে বর্তমানে ছুটির দিনও অনলইনে ব্যাঙ্কিং পরিষেব চালু থাকে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত