Share Investment: হু-হু করে বাড়ছে এই সংস্থার শেয়ারে দাম, কখন বিনিয়োগ করলে লাভবান হবেন? রইল টিপস

সংক্ষিপ্ত

Share Market News: দেশের মধ্যে অন্যতম বৃহৎ নির্মাণ সংস্থা হল 'কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেড'। ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ শিল্পের এই সংস্থা কাজ করে- বিদ্যুৎ, পরিবহন, গ্রাস ও তেলের পাইপলাইন, রেলওয়েজ ও জৈব বিদ্যুৎ উৎপাদনের মতোন বিভিন্ন ক্ষেত্রে।

Share Market News: দেশের মধ্যে অন্যতম বৃহৎ নির্মাণ সংস্থা হল 'কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেড'। ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ শিল্পের এই সংস্থা কাজ করে- বিদ্যুৎ, পরিবহন, গ্রাস ও তেলের পাইপলাইন, রেলওয়েজ ও জৈব বিদ্যুৎ উৎপাদনের মতোন বিভিন্ন ক্ষেত্রে। জানা গিয়েছে, সম্প্রতি এই সংস্থা শিরোণামে উঠে এসেছে। কারণ হল- কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেড তার মার্কেট ক্যাপিটালের তুলনায় পাঁচগুণ বেশি বরাত পেয়েছে।

জানা গিয়েছে, তবে এই সংস্থা তার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দরের তুলনায় ৩২ শতাংশ পড়ে গিয়েছে। সূত্রের খবর, ২০২৫-২০২৬ অর্থবর্ষের শুরুতে কল্পতরু প্রোজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ার কেনাবেচা শুরু হয় ৯৭৪ টাকা ৫০ পয়সায়। এই সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে ১৬ হাজার ৬৪২ কোটি টাকা। গত একমাসে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে প্রায় ১১.২২ শতাংশ। সংস্থার শেয়ার প্রতি আয় ৩০ টাকা ৭৬ পয়সা। শুধু তাই নয়, ২০২৪-২৫ ত্রৈমাসিকে এই সংস্থার লাভ বেড়েছে।

Latest Videos

সূত্রের খবর, সংস্থার মার্কেট ক্যাপ রয়েছে ১৬ হাজার ৬৪২ কোটি হলেও এই সংস্থায় প্রায় ৬১ হাজার ৪২৯ কোটি টাকার অর্ডার রয়েছএ। শুধু তাই নয়, তাঁদের হাতে থাকা ৩৮ শতাংশ অর্ডারই হল বিদ্যুৎ, পরিবহণ বন্টন সেক্টরের। ২২ শতাংশ অর্ডার বাড়ি ও কারখানা সংক্রান্ত এবং ১৬ শতাংশ অর্ডার জল বন্টনের। শুধু তাই নয়, ১৩ শতাংশ অর্ডার সংস্থার তেল ও পাইপ লাইনের। এবং বাকি অর্ডার সংস্থার বাইরের নগরোন্নয়ন এবং রেলওয়ে ক্ষেত্রে।

জানা গিয়েছে, এর বাইরেও সংস্থাটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অর্ডার পেয়েছিল ২০ হাজার ১৮১ কোটি টাকার। তবে এই অর্ডারের বেশিরভাগই ছিলো পরিবহন, বিদ্যুৎ ও বন্টন সংক্রান্ত। সংস্থার এই অর্ডারের সঙ্গে নতুন অর্ডার যোগ করা হলে সংস্থার মোট বরাত হবে ৮১ হাজার ৬১০ কোটি টাকা। যা সংস্থার বিচারে মার্কেট ক্যাপের প্রায় ৫ গুণ। আর এই হিসেব করলে ভবিষ্যতে বাড়তে পারে সংস্থার শেয়ারের আরও দাম। একই সঙ্গে আবার ১৩ জন অর্থনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ১১ জন বিশেষজ্ঞই এই সংস্থার শেয়ারকে গ্রিন সিগন্যাল দিয়েছে।

প্রসঙ্গত, যে কোনও বিনিয়োগেরই বাজারগত ঝুঁকি রয়েছে। সরাসরি কোথাও বিনিয়োগের আগে সেই মার্কেট সম্পর্কে বিশদে জানুন। তারপর বিনিয়োগ করুন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘ছিঃ মমতা! হিন্দু ধর্মকে নোংরা ধর্ম বলেন!’ মমতাকে চরম ধিক্কার শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari |
বিজেপির কালীঘাট চলো অভিযানে তুলকালাম, লকেটকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ