Bank Holidays January 2025: বছরের শুরুতেই কবে কবে ব্যাঙ্ক বন্ধ জানেন? রইল ছুটির তালিকা

Published : Dec 29, 2024, 02:25 PM IST

আসছে ২০২৫, আর মাত্র বাকি ২ দিন।

PREV
110
একাধিক ছুটি

আর এই নতুন বছরের জানুয়ারি মাসে, অর্থাৎ বছরের প্রথমেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ছুটির (Bank Holiday 2025) বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। 

210
আগামী জানুয়ারি মাসে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

কবে কবে ছুটি? 

310
এতে যেমন সাপ্তাহিক ছুটির দিনগুলি রয়েছে,

তেমনই উল্লেখ রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের। 

410
জানুয়ারি মাসের শুরুর দিনে, অর্থাৎ ১ জানুয়ারি নববর্ষ উপলক্ষ্যে ছুটি

এছাড়াও অন্যান্য ছুটির তালিকা।

১ জানুয়ারিঃ নিউ ইয়ার

২ জানুয়ারিঃ মন্নম জয়ন্তী 

510
৫ জানুয়ারিঃ রবিবার এবং ৬ জানুয়ারিঃ গুরু গোবিন্দ সিং জয়ন্তী

১১ জানুয়ারিঃ দ্বিতীয় শনিবার

১২ জানুয়ারিঃ রবিবার এবং বিবেকানন্দ জয়ন্তী 

610
১৪ জানুয়ারিঃ মকর সংক্রান্তি এবং পোঙ্গল

১৫ জানুয়ারিঃ তিরুবল্লবর দিবস, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি

১৬ জানুয়ারিঃ উজ্জবর তিরুনল 

710
১৯ জানুয়ারিঃ রবিবার

২২ জানুয়ারিঃ ইমোহন

২৩ জানুয়ারিঃ নেতাজী সুভাষ জয়ন্তী

২৫ জানুয়ারি; চতুর্থ শনিবার

২৬ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবস

৩০ জানুয়ারিঃ সোনম লৌসের 

810
ছুটির দিন জানা থাকলে আপনি সহজেই আপনার কাজগুলি গুছিয়ে নিতে পারবেন

এই সমস্ত দিনগুলিতে কেবলমাত্র নানা ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। তবে এটিএম খোলা থাকবে সবসময়। 

910
এমনকি, চালু থাকবে ডিজিটাল ব্যাঙ্কিংও।

অনলাইনে টাকা পাঠানো বা যেকোনও ব্যাঙ্কের কাজ সহজেই করা যাবে। 

1010
তাহলে জেনে গেলেন তো কবে কবে ছুটি?

এবার সেই বুঝে কাজ গুছিয়ে রাখুন। 

click me!

Recommended Stories