আসছে ২০২৫, আর মাত্র বাকি ২ দিন।
আর এই নতুন বছরের জানুয়ারি মাসে, অর্থাৎ বছরের প্রথমেই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে ছুটির (Bank Holiday 2025) বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।
কবে কবে ছুটি?
তেমনই উল্লেখ রয়েছে দ্বিতীয় এবং চতুর্থ শনিবারের।
এছাড়াও অন্যান্য ছুটির তালিকা।
১ জানুয়ারিঃ নিউ ইয়ার
২ জানুয়ারিঃ মন্নম জয়ন্তী
১১ জানুয়ারিঃ দ্বিতীয় শনিবার
১২ জানুয়ারিঃ রবিবার এবং বিবেকানন্দ জয়ন্তী
১৫ জানুয়ারিঃ তিরুবল্লবর দিবস, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি
১৬ জানুয়ারিঃ উজ্জবর তিরুনল
২২ জানুয়ারিঃ ইমোহন
২৩ জানুয়ারিঃ নেতাজী সুভাষ জয়ন্তী
২৫ জানুয়ারি; চতুর্থ শনিবার
২৬ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবস
৩০ জানুয়ারিঃ সোনম লৌসের
এই সমস্ত দিনগুলিতে কেবলমাত্র নানা ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। তবে এটিএম খোলা থাকবে সবসময়।
অনলাইনে টাকা পাঠানো বা যেকোনও ব্যাঙ্কের কাজ সহজেই করা যাবে।
এবার সেই বুঝে কাজ গুছিয়ে রাখুন।