২০২৫ সালের বাজেটে মধ্যবিত্তদের কর-স্বস্তি দেবেন নির্মলা! বছর শেষে অর্থমন্ত্রকের কাজ নিয়ে জল্পনা তুঙ্গে

Published : Dec 29, 2024, 10:47 AM IST

বাজেট ঘোষণার আর মাত্র দুই মাস বাকি। তারই মধ্যে বজেটে কী কী হতে পারে আর কী কী হতে পারে না তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে। কিন্তু সবথেকে বড় আলোচনা মধ্যবিত্ত অর্থাৎ চাকরিজীবীদের কর নিয়ে। 

PREV
110
বাজেট ২০২৫

১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে কর ব্যবস্থা নিয়ে। গত বাজেটে মধ্যবিত্তরা কর নিয়ে কিছুটা হলেও উষ্মা প্রকাশ করেছিল।

210
বাজেটের লক্ষ্য

অর্থমন্ত্রক সূত্রের খবর আগামী বাজেট প্রস্তাবের লক্ষ্য হল মন্দা অর্থনীতি ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি করা।

310
কর ব্যবস্থা

বাজেটে মধ্যবিত্তের জন্য কর ব্যবস্থার আরও সরলীকরণ করা হতে পারে বলেও সূত্রের খবর। যা স্বস্তি দিতে পরে মধ্যবিত্তকে।

410
বর্তমান কর ব্যবস্থা

বর্তমানে ৩-১০.৫ লক্ষ আয়ের ওপর ৫ শতাংশ থেকে ২০ শতাংশ কর ধার্য হয়। ১০.৫ লক্ষ টাকা আয়ের ওপর ৩- শতাংশ হারে কর দিতে হয়।

510
দুই কর ব্যবস্থা

বর্তমানে দুই কর ব্যবস্থা চলছে। পুরনো ব্যবস্থা ও নতুন ব্যবস্থা।পুরনো কর ব্যবস্থায় বাড়িভাড়া, বিমা ইত্যাদিতে ছাড় পাওয়া যায়।

610
নতুন ব্যবস্থা

নতুন ব্যবস্থায় কম করের হার প্রস্তাব করে বিমা বা অন্যা ছাড় সরিয়ে দেওয়া হয়েছে। নতুন কর ব্যবস্থা লাগু হয়েছে ২০২০ সালে।

710
সরকারের পদক্ষেপ

সূত্রের খবর কর ছাড়ের পরিমাণ ও অন্যান্য বিবরণ বাজেট ঘোষণার আগেই চূড়ান্ত করা হবে। অর্থমন্ত্রক মধ্যবিত্তের কর ব্যবস্থা খতিয়ে দেখছে।

810
অর্থমন্ত্রের লক্ষ্য

সূত্রের খবর নির্মলা সীতারমণের নেতৃত্বে অর্থমন্ত্রক করদাতার সংখ্যা বাড়াতে চাইছ করদাতার সংখ্যা বাড়িয়ে রাজস্বের পরিমাণ বাড়াতে চাইছে।

910
তাতেই কর কমতে পারে

বিশেষজ্ঞরা মনে করছে করদাতার সংখ্যা বেশি করার জন্যই করের হার কমানো হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি

1010
করদাতাদের জন্য স্বস্তি

কেন্দ্র সরকার যদি বেতনের ওপর করের হার কমিয়ে দেয় তাহলে মধ্যবিত্তদের জীবনে আসবে স্বস্তি। কারণ এই দেশে চাকরিজীবীদের অধিকাংশই মধ্যবিত্ত আর উচ্চমধ্যবিত্ত।

click me!

Recommended Stories