Bank Holyday in September: দুর্গাপুজোর আগের মাসেই ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ , রইল বিস্তারিত তালিকা

সেপ্টেম্বর মাসেই রযেছে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, মাহারাজি হরি সিং জির বার্ষিকী। সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ-উল - নবীর কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা।

 

আগামী মাসেই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। অর্থাৎ অক্টোবর মাসে দুর্গাপুজো। কিন্তু তার আগের অর্থাৎ সেপ্টেম্বর মাসেই প্রায় ১৬ দিন বন্ধ থাকছে ভারতের একাধিক সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। তাই পুজোর বাজার বা বাড়তি কেনাকাটা করার জন্য অবশ্যই দেখে নিন কোন কোন দিন বন্ধ রয়েছে ব্য়াঙ্ক।

এই মাসেই রযেছে জন্মাষ্টমী, গণেশ চতুর্থী, মাহারাজি হরি সিং জির বার্ষিকী। সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ-উল - নবীর কারণেও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা। তাই একগুচ্ছ ছুটি থাকায় ব্যাঙ্কে গিয়ে যাতে অযথা হয়রানির শিকার না হন তারজন্য রইল ব্য়াঙ্কের ছুটির তালিকা। তবে ব্য়াঙ্কের দরজা বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং সিস্টেম চালু থাকতে। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমেও টাকা তোলা নেওয়া করতে পারেন।

Latest Videos

সেপ্টেম্বর ২০২৩, ব্যাঙ্ক ছুটির তালিকাঃ

৩ সেপ্টেম্বর রবিবার

৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী

৭ সেপ্টেম্বর জন্মাষ্টমী

৪ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার

১০ সেপ্টেম্বর দ্বিতীয় রবিবার

১৭ সেপ্টেম্বর তৃতীয় রবিবার

১৮ সেপ্টেম্বর বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত বা বিনায়ক চতুর্থী

১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী

২০ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন আর নুয়াখাই (এটি শুধুমাত্র ওড়িশার জন্য)

২২ সেপ্টেম্বর শ্রী নারায়ণ গুরুর সমাধি দিবস

২৩ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও মহারাজা হরি সিং এর জন্মদিন

২৪ সেপ্টেম্বর রবিবার

২৫ সেপ্টেম্বর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী

২৭ সেপ্টেম্বর ইমাল -ই শেরিফ

২৮ সেপ্টেম্বর ইদ-ই মিলাদ বা ইদ ই মিলাদুন্নবী।

রিজার্ভব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে চলতি মাসে ১৬টি ছুটি রয়েছে। কিন্তু এই ছুটির তালিকায় বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ ছুটি যুক্ত করা হয়েছে। আরসে আরবিআই যে হলিডে লিস্ট প্রকাশ করে তাতে সব রাজ্যের ছুটি অন্তর্ভুক্ত থাকে। তাই ব্যাঙ্কে যাওয়ার আগে আপনার শহরের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ তা অবশ্যই দেনে নেওয়া জরুরি। না হলে ব্যাঙ্কে গিয়ে দরজা বন্ধ দেখেই সমস্যায় পড়তে পারেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News