যে কোনও কাজে এখনও লম্বা লাইনে দাঁড়াচ্ছেন? আধার কার্ডের এই সুবিধাগুলি জানুন অবিলম্বে

Published : Jun 01, 2025, 07:12 PM IST
aadhaar card

সংক্ষিপ্ত

আজকের দিনে আধার কার্ড শুধুই পরিচয়ের কাগজ নয়, বরং ডিজিটাল চাবিকাঠিও। ডিজিটাল ভারত গঠনের পথে এই ছোট কার্ডটির তথ্য সচেতনভাবে ব্যবহার করা, আপডেট রাখা এবং নিরাপদে সংরক্ষণ করা এখন প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

বর্তমান ডিজিটাল ভারতে নাগরিকদের পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এখন কেবলমাত্র একটি নথিপত্র নয়, বরং জীবনের নানা প্রয়োজনে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। ভারত সরকারের UIDAI (Unique Identification Authority of India) কর্তৃক জারি করা এই ১২-সংখ্যার ইউনিক নম্বরের মধ্যে লুকিয়ে আছে আপনার পরিচয়, সুবিধা পাওয়ার অধিকার এবং ডিজিটাল সুরক্ষা - সব একসাথে। অথচ আমরা অনেকেই এখনও আধার কার্ডের সমস্ত সুবিধা সম্পর্কে সঠিক ধারণা রাখি না।

এমনই ৭টি সুবিধা সম্পর্কে আজকে বিস্তারিত রইল এশিয়ানেটের পাতায়

১। সরাসরি অ্যাকাউন্টে ভর্তুকির টাকা

অনেকেই হয়তো জানেন না, আধার কার্ড আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলে গ্যাস ভর্তুকি, কিষাণ সম্মান নিধি, রেশন অথবা স্কলারশিপ সহ বেশ কিছু সরকারি প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে। এর জন্য কোনও মধ্যমব্যক্তির প্রয়োজন হয় না। এটি যেমন স্বচ্ছতা বাড়ায়, তেমনই নিজের অধিকার সরাসরি পাওয়ার সুবিধা পাবেন।

২। e-KYC

আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে বা সিম নিতে অনেক কাগজপত্র জোগাড় করতে হতো। কিন্তু এখন আধার কার্ড থাকলে কয়েক মিনিটেই এই কাজ সম্পন্ন হয়ে যায়। সিম কেনা, ডিম্যাট অ্যাকাউন্ট বা মিউচুয়াল ফান্ডে লগইন, ই-কেওয়াইসির মাধ্যমে সবকিছুই সম্ভব এখন সহজেই।

৩। mAadhaar অ্যাপ

আপনার ফোনে যদি mAadhaar অ্যাপ থাকে, তাহলে আধার কার্ডের নিয়ন্ত্রণ আপনার নিজের হাতেই থাকবে। QR কোডের মাধ্যমে পরিচয় দেখানো, বায়োমেট্রিক লক করা, নতুন কোনো তথ্য আপডেট করার জন্য আর কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এই অ্যাপ থেকেই করতে পারবেন সবকিছু।

৪। ঠিকানার প্রমাণপত্র

পাসপোর্টে আবেদন, স্কুলে ভর্তি, গ্যাস সংযোগ থেকে শুরু করে চাকরির সময় ঠিকানার প্রমাণ জমা দিতে আধার কার্ড এখন একমাত্র প্রমাণ হিসেবেই বৈধ। আর এতে পরিচয়, ঠিকানা, ফোন নম্বর - সবেরই নিশ্চয়তা পাওয়া যায়।

৫। আধার-প্যান লিংক

এখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। যারা আয়কর জমা দেন, তারা হয়তো জানবেন আধার কার্ড ছাড়া কিছুই হয় না। আধারের মাধ্যমে OTP ভেরিফিকেশন করলে আয়কর ফাইলিং খুব সহজ এবং দ্রুত হয়।

৬। অনলাইন আপডেট

নাম, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু আপনি ঘরে বসেই আপডেট করতে পারবেন UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এর জন্য অফিসে যাওয়া বা ফর্ম ভরে লাইনে দাঁড়ানো -কোনোটারই দরকার পড়ে না।

৭। শিশুদের জন্য বাল আধার

এখন অনেক স্কুলে ভর্তি কিংবা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে শিশুদের আধার কার্ড প্রয়োজন হয়। শূন্য থেকে পাঁচ বছর বয়সের শিশুদের জন্য বাল আধার তৈরি করা হচ্ছে। এবয়সে বায়োমেট্রিক লাগে না। তবে বয়স পাঁচ বছর পেরোলেই আপডেট করতে হয়।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

এখানে এক টাকার বিনিময়ে সরকার দিচ্ছে জমি! নিয়ম এবং আবেদনের সময়সীমা, জানুন বিস্তারিত
সোনু নিগমের স্মার্ট বিনিয়োগ! প্রত্যেক মাসে ১৯ লাখ নিশ্চিত আয়, যা প্রতি বছর ৫ শতাংশ বৃদ্ধি পাবে