সেক্টরাল বা থিম্যাটিক ফান্ড হল সেই মিউচুয়াল ফান্ড, যেগুলি সেবির নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট সেক্টর বা থিমের স্টকে ন্যূনতম ৮০ শতাংশ বিনিয়োগ করে৷
মিউচুয়াল ফান্ড- বর্তমানে ভরসা যোগ্য বিনিয়োগের জায়গা। এখন আর কেই কেবল নিফটি সূচকের কথা বলেন না। দিন বদলে যাওয়ায় বদলে গেছে চিন্তাও। পরিসংখ্যান বলছেন গত পাঁচ বছরে রিটর্নড দিয়েছে এই পাঁচটি থিম্যাটিক ফান্ড।
সেক্টরাল বা থিম্যাটিক ফান্ড হল সেই মিউচুয়াল ফান্ড, যেগুলি সেবির নিয়ম অনুসারে একটি নির্দিষ্ট সেক্টর বা থিমের স্টকে ন্যূনতম ৮০ শতাংশ বিনিয়োগ করে৷ বাজারে ১৮৩টি সেক্টরাল মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। শুধুমাত্র সেপ্টেম্বরেই এই স্কিমগুলি প্রায় ১৩২৫৫ কোটি টাকার মানি ফ্লো পেয়েছে। এই স্কিমগুলির মোট AUM হল ৪৬৭১৮৮ কোটি টাকা, ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের সব বিভাগের মধ্যে সর্বোচ্চ। যার মধ্যে রয়েছে ফ্লেক্সি ক্যাপ, ইএলএসএস, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড।
বর্তমানে যে ৬টি মিউচুয়াল ফান্ড বাজার কাঁপাচ্ছেঃ
Aditya Birla Sun Life Digital India Fund
Aditya Birla Sun Life Infrastructure Fund
Aditya Birla Sun Life Pharma & Healthcare Fund
Bandhan Infrastructure Fund
Bank of India Manufacturing & Infrastructure Fund
Canara Robeco Infrastructure Fund
সেক্টরাল থিম্যাটিক ফান্ডের মধ্যে শীর্ষ স্কিমগুলি হল
কোয়ান্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, তারপরই রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কমোন্সিয়াল কমোডিটি ফান্ড। তৃতীয় স্থানে রয়েছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ও ডিএসপি হেল্থকেয়ার ফান্ড।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন নিজের দায়িত্বে। এখানে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে তবেই বিনিয়োগ করুন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।