লক্ষ্মীবারে দারুণ সুযোগ, বেশ সস্তা সোনার দাম! জানেন রাজ্যে কত করে বিকোচ্ছে সোনার গয়না?

আজ বৃহস্পতিবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৬৮৩৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫২৯ টাকা।

বাজেটে সোনা রুপোর দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পর থেকেই দাম পড়ছে হলুদ ধাতুর। এবার সস্তায় গড়াতে পারবেন বিয়ের গয়না। আজ রাজ্য জুড়ে কত দরে বিকচ্ছে হলুদ ধাতু, দেখে নিন রেটচার্টে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।

আজ বৃহস্পতিবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি আরও কমেছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম কমে হয়েছে এখন ৬৮৩৭ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৫২৯ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬২২২ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৩৬৭ টাকা। বৃহস্পতিবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮২ হাজার ৩৪৯ টাকা। রুপোর দাম আজ আবার কমে গিয়েছে অনেকটা।

Latest Videos

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে। যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দিলীপ ঘোষকে বেলেডাঙ্গায় যেতে বাঁধা পুলিশের, পুলিশকে একহাত নিয়ে যা বললেন দিলীপ
'মমতার জন্যই রোহিঙ্গারা বাংলা দিয়ে ঢুকে সারা ভারতে ছড়িয়ে পড়েছে' বিস্ফোরক দাবী Suvendu Adhikari-র
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur