বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। বর্তমানে কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রো, নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজ চলছে।
210
মেট্রোর জন্য বরাদ্দ
বাজেটে কলকাতা মেট্রোর কোন লাইনে কত টাকা বরাদ্দ করা হয়েছে রইল তার ফিরিস্তি।
310
ইস্ট-ওয়েস্ট মেট্রো
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের জন্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে দেওয়া হয়েছে ৫০০ কোটি টাকা। যা গতবারের তুলনায় অনেকটাই কম।
410
গত বছরের বরাদ্দ
গত বছর ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের জন্য দেওয়া হয়েছিল ৯০৬ কোটি টাকা। প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ কমেছে চলতি বছর।
510
কাজ শেষের পথে
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের কাজ প্রায় শেষের পথে। আপাতত দুটি আলাদা আলাদা অংশ পরিষেবাও চালু হয়েছে। বাকি টাকায় বাকি কাজ সম্পন্নহবে বলেও মনে করেছে বিশেষজ্ঞরা।
610
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো বরাদ্দ একধাক্কায় ৫৩.৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৭২০.৭২
710
গত অর্থবর্ষে বরাদ্দ
২০২৪-২৫ অর্থবর্ষে বরাদ্দ ছিল ১,৭৯১.৩৯ কোটি টাকা। অর্ধেকেরও কম টাকা চলতি বছর বরাদ্দ করা হয়েছে।
810
মেট্রোর কাজ
নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চালু হয়েছে মেট্রো পরিষেবা। কিন্তু অধিকাংশ কাজ এখনও বাকি রয়েছে। বাইপাসের কাজও সম্পন্ন হয়নি।