BUDGET 2025: বীমা খাতে ১০০% বিদেশি বিনিয়োগের ঘোষণা করলেন নির্মলা সীতারমন

Published : Feb 01, 2025, 05:38 PM IST

বীমা খাতে আনা এই উল্লেখযোগ্য বৈদেশিক মূলধন আকর্ষণ করবে। 

PREV
18
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকারত্ব

এবং মধ্যবিত্তের উপর জোর দিয়ে টানা ৮ম বাজেট পেশ করেছেন। 

28
বাজেটে, বীমা খাতে একটি বড় সংস্কারের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী

এর ফলে বীমা কোম্পানিগুলির মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। 

38
এই পদক্ষেপ দেশীয় বীমা খাতকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে

বীমা খাতে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের (FDI) সীমা ৭৪ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে বলে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। 

48
বীমা খাতে FDI সীমা ১০০% করা হবে,

তবে শুধুমাত্র ভারতে সম্পূর্ণ প্রেমিয়াম বিনিয়োগকারী কোম্পানিগুলোর জন্যই প্রযোজ্য। 

58
“বৈদেশিক বিনিয়োগ পরিচালনার বর্তমান সুরক্ষা ও শর্তাবলী পর্যালোচনা ও সরলীকরণ করা হবে”

বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। 

68
বীমা খাতে আনা এই সংস্কার ভারতে বিদেশী মূলধন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে

একইসাথে বীমা কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়াবে। 

78
শক্তিশালী করবে বলে

দেশীয় বীমা খাতকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

click me!

Recommended Stories