ভারতে প্রথম বাজেট কবে পেশ হয়েছিল? কে পেশ করেন? জেনে নিন বাজেট নিয়ে অজানা সব তথ্য

Published : Feb 01, 2025, 10:11 AM ISTUpdated : Feb 01, 2025, 12:21 PM IST

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অষ্টম বাজেট পেশের আগে জেনে নিন বাজেটের ইতিহাস এবং কিছু অজানা তথ্য। প্রথম বাজেট থেকে শুরু করে আজকের ডিজিটাল বাজেট, সবকিছুর সম্পর্কে জানুন।

PREV
110

আজ অষ্টম বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তার আগে জেনে নিন বাজেট নিয়ে সকল অজানা তথ্য।

210

পিসি মহালনবিশকে বলা হয় বাজেটের জনক। তিনিই ১৮৬০ সালে প্রথম বাজেট তৈরি করেছিলেন।

310

ভারতে প্রথম বাজেট পেশ করা হয় ১৮৬০ সালের ৭ এপ্রিল।

410

ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্কটিশ অর্থনীতিবিদ ও রাজনীতিক জেমক উইলসন এই বাজেট পেশ করেছিলেন।

510

স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ হয় ১৯৪৭ সালের ২৬ নভেম্বর।

610

স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী আর কে শানুমুখম ছেত্তি।

710

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাজেট পেশ করার রেকর্ড আছে প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই। তিনি ১০টি বাজেট পেশ করেন।

810

সব থেকে ছোট বাজেট পেশ করেন অর্থমন্ত্রী হিরুভাই মুল্লজিভাই প্যাটেল। মাত্র ৮০০ শব্দের বাজেট লিখেছিলেন তিনি।

910

২০২১ সাল থেকে পেপারলেস ফরম্যাটে বাজেট পেশ করেন নির্মলা সিতারমন। তার হাতে রেড কভারে ঢাকা ট্যাবলেট দেখা যায়।

1010

এই নিয়ে অষ্টম বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সিতারমন। যা ভারতের ইতিহাসে এই প্রথম।

click me!

Recommended Stories