বাজেটের আগে ফের আকাশছোঁয়া সোনার দাম, ১ গ্রাম সোনার দাম শুনলে চমকে যাবেন

Published : Jan 31, 2025, 04:23 PM IST

বাজেটের আগে আকাশছোঁয়া সোনার দাম। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বাড়ল দাম। বিয়ের মরশুমে সোনার দাম বৃদ্ধিতে মাথায় হাত বিক্রেতাদের।

PREV
110

বাজেটের দিতে তাকিয়ে সারা দেশ। বাজেটে কোন দ্রব্য সস্তা হয় আর কোন জিনিসের দাম বাড়ে তা জানতে আগ্রহী সকলে।

210

বাজেটের আগে বিপুল দাম বৃদ্ধি পেল সোনার। যা শুনলে চমকে উঠবেন।

310

বাজেটের আগে আকাশছোঁয়া সোনার দাম। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বাড়ল দাম।

410

গত এক বছর ধরে ক্রমে বাড়ছে সোনার দাম। মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে সোনার দাম।

510

বর্তমানে এতটা দাম বেড়ে গিয়েছে যে সোনার গয়না কিনতে গিয়ে মাথায় হাত হচ্ছে সকলের।

610

বৃহস্পতিবারের পর শুক্রে ফের বাড়ল দাম। ফের সোনার দাম হল আকাশ ছোঁয়া।

710

চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার চাহিদা এমনিতেই বেড়েছে। তার মধ্যে দাম বাড়ায় মাথায় হাত বিক্রেতাদেরও।

810

২৪ ক্যারেট ১ গ্রামের দাম ৮১৯০।

২২ ক্যারেট ১ গ্রামের দাম ৭৭৮৫।

২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) ১ গ্রামের দাম ৭৪৫২।

910

১৮ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম ৬৩৮৮।

রুপো (৯৯৯) ১ গ্রামের দাম ৯৩৪২৮।

1010

সব মিলিয়ে সোনার দাম আকাশছোঁয়া। আজ ফের বাড়ল হলুদ ধাতুর দাম।

click me!

Recommended Stories