বাজেটের দিতে তাকিয়ে সারা দেশ। বাজেটে কোন দ্রব্য সস্তা হয় আর কোন জিনিসের দাম বাড়ে তা জানতে আগ্রহী সকলে।
বাজেটের আগে বিপুল দাম বৃদ্ধি পেল সোনার। যা শুনলে চমকে উঠবেন।
বাজেটের আগে আকাশছোঁয়া সোনার দাম। বৃহস্পতিবারের পর শুক্রবারেও বাড়ল দাম।
গত এক বছর ধরে ক্রমে বাড়ছে সোনার দাম। মধ্যবিত্তের হাতের বাইরে চলে যাচ্ছে সোনার দাম।
বর্তমানে এতটা দাম বেড়ে গিয়েছে যে সোনার গয়না কিনতে গিয়ে মাথায় হাত হচ্ছে সকলের।
বৃহস্পতিবারের পর শুক্রে ফের বাড়ল দাম। ফের সোনার দাম হল আকাশ ছোঁয়া।
চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার চাহিদা এমনিতেই বেড়েছে। তার মধ্যে দাম বাড়ায় মাথায় হাত বিক্রেতাদেরও।
২৪ ক্যারেট ১ গ্রামের দাম ৮১৯০।
২২ ক্যারেট ১ গ্রামের দাম ৭৭৮৫।
২২ ক্যারেট (বিক্রি করতে গেলে) ১ গ্রামের দাম ৭৪৫২।
১৮ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রামের দাম ৬৩৮৮।
রুপো (৯৯৯) ১ গ্রামের দাম ৯৩৪২৮।
সব মিলিয়ে সোনার দাম আকাশছোঁয়া। আজ ফের বাড়ল হলুদ ধাতুর দাম।
Sayanita Chakraborty