BUDGET 2025: কিষাণ ক্রেডিট কার্ডে বাড়ছে ঋণ নেওয়ার পরিমাণ, মধ্যবিত্তদের বাড়তি গুরুত্ব

সংক্ষিপ্ত

সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

ইতিমধ্যেই সংসদে বাজেট পেশ করতে শুরু করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আর বাজেট পেশ করার শুরুতেই তিনি জানিয়ে দিলেন, মধ্যবিত্তদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে।

শনিবার সকালেই কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ট্যাবলেট হাতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সোনালি পাড়ের অফহোয়াইট শাড়ি পরে বাজেট পেশ করছেন তিনি। সেই শাড়িতে আবার রয়েছে মধুবনি শিল্পের কাজ।

Latest Videos

মন্ত্রক থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে যান নির্মলা। এদিন অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনি খাইয়ে দেন রাষ্ট্রপতি মুর্মু। শনিবার, বাজেট পেশের শুরুতেই নির্মলা বলেন, “বাজেটে মধ্যবিত্তদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে, ৭০% মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকটে পারেন, সেইদিকেও নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।” (Budget 2025 Key Announcements)

বিদ্যুৎ, কৃষি এবং ক্ষুদ্রশিল্প সহ মোট ৬টি ক্ষেত্রে সংস্কার করা হবে বলেও জানিয়ে দিলেন অর্থমন্ত্রী। শুধু তাই নয়, কিষাণ ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে বলে বাজেটে ঘোষণা করলেন তিনি। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ টাকা করা হবে বলে জানালেন নির্মলা (Nirmala Sitaraman)।

এদিন বাজেট পেশের সময় এই বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুধু তাই নয়, মৎস্যজীবীদের জন্য বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill