Budget 2025: এত টাকার নীচে ইনকাম হলে দিতে হবে না আয়কর! এই বাজেটেই দুর্দান্ত ঘোষণা করবেন অর্থমন্ত্রী

Published : Feb 01, 2025, 08:45 AM ISTUpdated : Feb 01, 2025, 12:53 PM IST
Nirmala Sitharaman

সংক্ষিপ্ত

Budget 2025: এত টাকার নিচে ইনকাম হলে দিতে হবে না আয়কর! এই বাজেটেই দুর্দান্ত ঘোষণা করবেন অর্থমন্ত্রী

আজকের তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ আজ সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ হতে চলেছে। মাত্র একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেট নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর উপর রয়েছে।

প্রধানমন্ত্রী এদিন জানান,"আগামীকাল যে বাজেট উপস্থাপন করা হবে তা দেশে নতুন আস্থার সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য আয়কর ছাড়ের আশা আরও জোরদার করেছে। মনে করা হচ্ছে, এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের কথা ঘোষণা করতে পারেন। দেশের লাখ লাখ করদাতা দীর্ঘদিন ধরেই করমুক্ত আয় বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। আয়কর ছাড় পেলে মানুষের হাতে আরও টাকা থাকবে। এতে ভোগ বাড়বে এবং জিডিপি বাড়বে।

বর্তমানে ৭.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত। ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকলে ৭.৭৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কোনও কর নেই। অন্যদিকে ১৫ লক্ষ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ কর দিতে হয়।

যাদের আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের জন্য কর ছাড় দিতে পারে সরকার। এই ছাড়টি কেবল তারাই পাবেন যারা নতুন কর ব্যবস্থা বেছে নেবেন। সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুটি সিদ্ধান্ত থেকে এই স্বস্তি আসতে পারে। প্রথমত- ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত করা। দ্বিতীয়ত, যাঁদের আয় ১৫ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে, তাঁদের জন্য ২৫ শতাংশ নতুন কর স্ল্যাব চালু করা।

আর কত বোঝা বইবে সরকার? আজ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি এই ঘোষণা করেন, তাহলে সরকারের রাজস্ব ক্ষতি হবে ৫০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা। ২০২৩ সালের বাজেটেও করদাতাদের আয়করের ক্ষেত্রে স্বস্তি দিয়েছিল মোদী সরকার। সেই সময় নতুন কর ব্যবস্থা বেছে নেওয়া করদাতাদের জন্য ৮৭এ ধারার অধীনে কর ছাড় বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছিল।

PREV
click me!

Recommended Stories

ফের কমছে সুদের হার! কোথায় বিনিয়োগ করবেন? জানতে দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩২
জিরো-ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলেই ২০২৬ থেকে মিলবে একাধিক সুবিধা! গ্রাহক হলে অবশ্যই জানুন