Budget 2025: বাজেটের পর কতটা প্রভাব শেয়ার বাজারে? বিরাট আপডেট বিনিয়োগকারীদের জন্য

Published : Jan 27, 2025, 05:15 PM ISTUpdated : Jan 27, 2025, 05:38 PM IST
share market

সংক্ষিপ্ত

বাজেটের দিন ঠিক কেমন থাকবে শেয়ার বাজার, তা নিয়েও ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে চারিদিকে। 

আসন্ন ১ ফেব্রুয়ারি সংসদে কেন্দ্রীয় বাজেট (Budget 2025) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এই বাজেটের দিন শেয়ার বাজার (Share Market Investment) ঠিক কেমন থাকবে, তা নিয়ে বেশ সন্দিহান বিনিয়োগকারীরা।

এমনিতেই ২০২৫-২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি, বাজেটে একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে তার প্রভাব সরাসরি শেয়ার বাজারের উপর পড়বে বলেই মনে করছেন অনেকে।

বাজেটের দিন ঠিক কেমন থাকবে শেয়ার বাজার, তা নিয়েও ইতিমধ্যেই চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গেছে চারিদিকে। এর আগে কোনও বছর বাজেটের পর শেয়ারের সূচকে দেখা গেছে চূড়ান্ত রকেটগতি, তো কখনও আবার ওই দিনে কোটি কোটি লোকসানও হয়েছে বিনিয়োগকারীদের।

উদাহরণ হিসেবে প্রথমেই গত ২০২০ সালের কেন্দ্রীয় বাজেটের কথাই উঠে আসতে পারে। সেইবার শিল্পক্ষেত্রে উন্নতির জন্য বড় কোনও ঘোষণা করেননি নির্মলা। ফলে, বাজেট পেশের দিন হু হু করে নামতে শুরু করে দেয় শেয়ার বাজার।

গত ২০২০ সালে, বাজেটের দিন সবথেকে বড় পতনের সাক্ষী থেকেছে বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)। সেইদিন ২.৪৩% পড়ে গেছিল সেনসেক্স (Sensex)। বিএসই-র লগ্নিকারীরা হারিয়েছিলেন প্রায় ৩.৬ লক্ষ কোটি টাকা। দিনের শেষে ৪০ হাজারের নীচে নেমে গেছিল সেনসেক্স। তবে ঠিক তারপরের বছরই শেয়ার বাজারে দেখা যায় ঠিক উল্টো ছবি। গত ২০২১ সালে, কোভিড মহামারিতে বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বাজেটে একাধিক ঘোষণা করেন সীতারমন।

তার মধ্যে ছিল ২০ হাজার কোটি টাকার মূলধন সহ উন্নয়ন, আর্থিক প্রতিষ্ঠানের গঠন, ডিজিটাল লেনদেনের সুবিধা বৃদ্ধি এবং জল জীবন মিশন। রেলের উন্নতিতে এক লক্ষ কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দ করেন তিনি। ফলে, ২৩১৪ পয়েন্ট বেড়ে সেইবার ৪৮,৬০০-তে গিয়ে থেমেছিল সেনসেক্স।

তখন ৬৪৬ পয়েন্ট ঊর্ধ্বমুখী হয়েছিল নিফটি। দিনের শেষে ওই সূচক গিয়ে থামে ১৪,২৮১ পয়েন্টে। অন্যদিকে, গত ২০২২ সালের বাজেটের দিনেও বেশ ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেনসেক্স এবং নিফটি সেইবার উঠেছিল যথাক্রমে ৮৪৯ এবং ২৩৭ পয়েন্টে। আবার বাজারের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল ২০২৩ সালে। সেইবার বাজেটের দিন, ইন্ট্রা ডে-তে হাজার পয়েন্টের বেশি বেড়ে গেছিল সেনসেক্স। কিন্তু দিনের শেষে দেখা যায় যে, মাত্র ১৫৮ পয়েন্ট বেড়েছে সূচক।

অন্যদিকে, ওই বছর কমে গেছিল নিফটির গ্রাফ। গত বছর বাজেটের দিন, বিএসই এবং এনএসইতে এক শতাংশ পতন লক্ষ্য করা গেছিল। ওই দিন ডলারের নিরিখে অনেকটাই পড়ে গেছিল ভারতীয় মুদ্রার দাম। দিনের শেষে সেটি ৮৩ টাকায় নেমে আসে। এমতাবস্থায় আসন্ন বাজেটের দিন শেয়ার বাজার ঠিক কেমন থাকবে, তা নিয়েই চিন্তিত অনেকে। কার্যত, এই বিষয়টি নিয়ে বেশ সন্দিহান রয়েছে বিনিয়োগকারীরা।

এদিকে আবার ২০২৫-২৬ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছেসবার মধ্যেই। আর্থিক বিশ্লেষকরা দাবি করছেন, বাজেটে একাধিক বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে তার প্রভাব সরাসরি শেয়ার বাজারের উপর পড়বে বলেই ধারণা একাধিক বিশেষজ্ঞের।

আর এই বাজেটের দিন ঠিক কেমন থাকবে শেয়ার বাজার? তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চুলচেরা বিশ্লেষণ। চারিদিকে আলোচনা যেন বাজেট নিয়েই। তবে এর আগে কোনও বছর বাজেটের পর শেয়ারের সূচকে দেখা গেছে যে, চূড়ান্ত রকেটগতি বাজারে। আবার কখনও ওই দিন কোটি কোটি টাকার লোকসানও হয়েছে বিনিয়োগকারীদের।

কিন্তু এবার তাহলে কী হবে? গত ২০২২ সালের বাজেটের দিন কিন্তু ঊর্ধ্বমুখী ছিল বাজার। সেনসেক্স এবং নিফটি সেইবার অনেকটাই উঠেছিল তবে ২০২৩ সালে, বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছিল। ফলে, একদম সঠিকভাবে ধারণা করা বেশ কঠিন। অন্যদিকে, ওই বছর কমে গেছিল নিফটির গ্রাফ। গত বছর বাজেটের দিন, বিএসই এবং এনএসইতে এক শতাংশ পতনও আবার লক্ষ্য করা গেছিল। তাই এবারে কী হবে, উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা