মহিলা উদ্যোগপতিদের জন্য বিরাট ঘোষণা।
২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নানাদিক দিয়ে বেশ তাৎপর্যপূর্ণ। কম সময় নিলেন কিন্তু একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)।
১ ফেব্রুয়ারি, শনিবার সকাল থেকেই যেন দেশের নাগরিকদের মন একদিকেই। কারণ, এদিন বাজেট ঘোষণা হওয়ার দিন। আর তাই শনিবার, সকালেই কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে মন্ত্রকের বাইরে ট্যাবলেট হাতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।
কিন্তু মন্ত্রক থেকে তিনি সোজা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চলে যান। এদিন অর্থমন্ত্রীকে নিজে হাতে দই-চিনিও খাইয়ে দেন রাষ্ট্রপতি। এদিন বাজেট পেশের শুরু থেকেই একের পর এক ঘোষণা করতে শুরু করে দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আর তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এটি। কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহিলা উদ্যোগপতিদের জন্য বিশেষ ঘোষণা করেন। তা হল, মহিলা উদ্যোগপতিরা পাঁচ লক্ষ টাকা করে ঋণ পাবেন। তবে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলারা আবার ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
ফলে, বাজেট পেশ করার সময় এই বড় ঘোষণা করেন নির্মলা। এমনিতেই গোটা দেশে এখন মহিলারা আর্থ সামাজিক দিক দিয়ে অনেকটাই এগিয়ে চলেছেন। অনেকেই নিজেদের উদ্যোগে ব্যবসা বৃদ্ধি করছেন। একাধিক বিষয়ে তাদের এই উদ্যোগের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের সরকার। আর এবার সেই পথে আরও একটু এগিয়ে আসল কেন্দ্রীয় সরকার।
দেশের মধ্যে মহিলা উদ্যোগপতিদের জন্য পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অপরদিকে তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত মহিলারা ২ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।