ভারতীয় জনগণের কাছে আর্থিক লেনদেন বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য গুরুত্বপূর্ণ হল প্যান কার্ড। কিন্তু এবার প্যান কার্ডের নিয়ম বদল করেছে কেন্দ্র সরকার।
প্যান কার্ড হল ভারতীয় জনগণের কাছে গুরুত্ব নথি। আর্থিক লেনদেন থেকে শুরু করে ব্যাঙ্কের কাজ- সবেই প্রয়োজন প্যান কার্ড।
কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্যান কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারতীয় আর্থিক ব্যবস্থাকে আরও উন্নত করতে পদক্ষেপ করেছে।
কেন্দ্র সরকার আর্থিক ব্যবস্থাকে ডিজিটাল করার জন্য সম্প্রতি চালু করেছে PAN 2.0 প্রকল্পটি।
নতুন প্রযুক্তির সাহায্যে ব্যবহার করা হবে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর। যা প্যান সিস্টেমকে আরও বেশি করে উন্নত এবং সুরক্ষিত করতে সাহায্য করবে।
এই পদক্ষেপের মূল উদ্দেশ্য একজন ভারতবাসীর প্যান -কে আধার এবং অন্যান্য সব ডিজিটাল পরিচয় ব্যবস্থার সঙ্গে নতুন পদ্ধতির মাধ্যমে এক করা হবে।
এই প্রকল্পের খরচ পড়বে প্রায় ১৪৩৫ কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের এক কর্তার কথায় এই পদক্ষেপের মাধ্যমে আর্থিক লেনদেন আরও বেশি সহজ করা হবে।
এই প্রকল্প চালু হওয়ার আগেই প্যান কার্ডে পুরনো ছবি আপডেট করলে সুবিধে হবে।
আপনার প্যান কার্ডে ছবি ঝাপসা হয় আর আপনি সেটিকে পরিবর্তন করতে চান, তাহলে অনলাইনে ধাপে ধাপে সেই প্রক্রিয়া সম্পন্ন করে নিন।
আপনি যদি এই প্রক্রিয়াটি করেন তাহলে এর জন্য আপনার খরচ হবে ১০১ টাকা। আর অর্থ প্রদানের পর আপনি পাবেন একটি ১৫-সংখ্যার নম্বর।
যখন অনলাইন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়ে যাবে তখন আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে পাঠিয়ে দিন আয়কর প্যান পরিষেবা ইউনিটে।