ATM-এ আর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট? উদ্বেগ কমাতে কী বলছে কেন্দ্র

Published : Aug 04, 2025, 03:53 PM IST

৫০০ টাকার নোট যেন এই দেশের মানুষ ব্যবহার না করে। ভবিষ্যতে এটিএম থেকে শুধুমাত্র ১০০ ও ২০০ টাকার নোটই পাওয়া যাবে। দেশবাসী এই ভুয়ো বার্তায় ৫০০ টাকার নোট ব্য়বহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। 

PREV
15
পাওয়া যাবে না ৫০০ টাকার নোট

সেপ্টেম্বরের পর থেকে এটিএম-এর পাওয়া যাবে না ৫০০ টাকার নোট। এখনই খবর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন দেশের মানুষ। জল্পনা শুরু হয়েছে তাহলে কি সরকার নতুন করে ১০০০ টাকার নোট ফিরিয়ে আনবে আবার? এই জল্পনা যখন শুরু হয়েছে তখনই কেন্দ্রীয় সরকার এই প্রশ্নের উত্তর দিয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই সংক্রান্ত একটি বিবৃতি জারি করেছে। সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন PIB বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়েছে।

25
৫০০ টাকা বন্ধ

যে খবর রটে ছিল সেখানে বলা হয়েছিল, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৩০ সেপ্টেম্বরের মধ্যে এটিএম-এর মাধ্যমে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। সেখানে বলা হয়েছে ৯০ শতাংশ এটিএম ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বিতরণ বন্ধ করে দেবে। এরমধ্যে ৭৫ শতাংশ কাজ হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে।

35
নোট বিভ্রান্তি

এই বার্তায় বলা হয়েছে, ৫০০ টাকার নোট যেন এই দেশের মানুষ ব্যবহার না করে। ভবিষ্যতে এটিএম থেকে শুধুমাত্র ১০০ ও ২০০ টাকার নোটই পাওয়া যাবে। দেশবাসী এই ভুয়ো বার্তায় ৫০০ টাকার নোট ব্য়বহার না করতে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়েছে ৫০০ টাকার নোট এই দেশে বৈধ রয়েছে।

45
সরকারের দাবি

কেন্দ্রীয় সরকার এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সেখানে বলা হয়েছে, এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার বা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নেয়নি। এই বিষয়ে PIB ফ্যাক্ট চেক করেও দেখিয়ে দিয়েছে এজাতীয় কোনও সিদ্ধান্ত হয়নি। ৫০০ টাকার নোট এই দেশের সব এটিএম-এ পাওয়া যাবে।

55
সরকারি আবেদন

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 'এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না।' কেন্দ্রীয় সরকার বলেছে কেন্দ্রীয় সূত্র থেকে প্রাপ্ত খবর যাচাই করে নেওয়া জরুরি। এজাতীয় তথ্য শেয়ার বা বিশ্বারের পূর্বে সরকারি সূত্রের থেকে পাওয়া খবরের ওপর ভরসা রাখতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories