Multibagger Stock High Return: মাত্র এক বছরেই ৭৭৩২% রিটার্ন! এই স্টকে বিনিয়োগ করেছেন?

Published : Aug 04, 2025, 03:13 PM ISTUpdated : Aug 04, 2025, 07:59 PM IST

Multibagger Stock High Return: শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা লক্ষ লক্ষ টাকা (bse sensex today)। 

PREV
15
নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ

যদি সঠিক পদ্ধতি মেনে এবং নির্দিষ্ট পরিমাণে বিনিয়োগ করা যায়, তাহলে অবশ্যই লাভের মুখ দেখা সম্ভব বলেই মনে করেন বিশেষজ্ঞরা (share market investment tips)। সেক্ষেত্রে অবশ্যই দীর্ঘমেয়াদের বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই স্টকগুলিকে বলা হয়, মাল্টিব্যাগার স্টক (multibagger stocks)। নির্দিষ্ট সময় ধরে এই ধরনের স্টকে বিনিয়োগ করতে পারলে, বিপুল পরিমাণ মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে (multibagger stocks for 2025 in india)।  শেয়ার বাজারে এমন একাধিক স্টক রয়েছে, যে স্টকগুলিতে বিনিয়োগ করে বিপুল পরিমাণ টাকা ঘরে তুলেছেন অনেকেই (multibagger stocks in 2025)। কার্যত, সেই অঙ্কটা লক্ষ লক্ষ টাকা (bse sensex today)।

25
এইরকমই একটি স্টক হল জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড

শেষ ট্রেডিং সেশনে, অর্থাৎ শুক্রবার ২% বৃদ্ধি পেয়ে GHV Infra Projects Limited-এর প্রতিটি শেয়ারের দাম গিয়ে পৌঁছেছে ১৫৪৯ টাকাতে। উল্লেখ্য, শেষ সপ্তাহে সেনসেক্স এবং নিফটি৫০-র পয়েন্ট কিন্তু অনেকটাই কমেছে। তারপরেও এই স্টকটির দাম বেড়েছে প্রায় ৮.২৩% (sensex today live)। শুধু তাই নয়, শেষ এক মাসেও এই স্টকটির দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫১%-এরও বেশি। এমনকি, শেষ ৬ মাসে ৯৬০% দাম বৃদ্ধি পেয়েছে এই স্টকটির। অপরদিকে, শেষ এক বছরে এই স্টকটি থেকে রিটার্ন এসেছে ৭৭৩২%। পরিসংখ্যান বলছে, বিনিয়োগকারীরা এই শেয়ারে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র এক বছরের মধ্যে ৭৭ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন (ghv infra projects limited share price)।

৭৭ লক্ষ টাকা রিটার্ন
১ লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র এক বছরের মধ্যে ৭৭ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন।
শেষ এক বছরে এই স্টকটি থেকে রিটার্ন এসেছে ৭৭৩২%।
35
স্টক স্প্লিটের ঘোষণা

আর অগাস্ট মাসের শুরুতেই, কোম্পানিটি তাদের স্টক স্প্লিটের ঘোষণা করেছে এবং বিদেশে নতুন কাজের অর্ডার পেয়েছে। জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড সম্প্রতি তদের এই স্টক স্প্লিটের ঘোষণাটি করেছে। জানা যাচ্ছে, ২:১ অনুপাতে এই স্টক স্প্লিটের ঘোষণা করেছে সংস্থাটি। অর্থাৎ, ১০ টাকার ফেসভ্যালুর একটি স্টক থেকে ভেঙে তৈরি করা হবে ৫ টাকা ফেসভ্যালুর দু’টি স্টক। সেইসঙ্গে, মার্কেট শেয়ারের জোগান বৃদ্ধি করার লক্ষ্যেই এই স্টকটি স্প্লিট করা হবে বলে জানানো হয়েছে ঐ সংস্থার তরফ থেকে। তাছাড়া শেয়ারহোল্ডারদেরও বোনাস শেয়ার দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থা।

45
অন্যদিকে, বিদেশ থেকে নয়া কাজের অর্ডারও পেয়েছে জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড

সংযুক্ত আরব আমিরশাহি তথা UAE-তে এরিশা স্মার্ট ম্যানুফ্যাকচারিং হাবে নতুন একটি কাজের অর্ডার পেয়েছে এই সংস্থা। ইতিমধ্যেই সেই প্রোজেক্টের লেটার অফ অ্যাওয়ার্ডও পেয়ে গেছে জিএইচভি ইনফ্রা প্রোজেক্টস লিমিটেড (indian stock market)। এই প্রোজেক্টের মূল্য নাউমানিক ২ হাজার ৬৪৫ কোটি টাকা এবং সময়সীমা হল দুই বছর। মার্কেট অ্যানালিস্টদের মতে, এইসব কারণে ভবিষ্যতে এই শেয়ারের ঊর্ধ্বমুখী বজায় থাকার প্রবল সম্ভাবনা রয়েছে (ভারতীয় শেয়ার বাজার খবর today)।

55
সবমিলিয়ে, বেশ ভালো জায়গায় রয়েছে এই শেয়ারটি

বিশেষ করে শেষ এক মাসে, GHV Infra Projects Limited-এর দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৫১%-এরও বেশি। তথ্য বলছে, শেষ ৬ মাসে ৯৬০% দাম বৃদ্ধি পেয়েছে এই স্টকটির। শেষ এক বছরে এই স্টকটি থেকে রিটার্ন এসেছে ৭৭৩২%। বিনিয়োগকারীরা এই শেয়ারে ১ লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র এক বছরের মধ্যে ৭৭ লক্ষ টাকা রিটার্ন পেয়েছেন।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories