২০২৫ সালে সর্বোচ্চ মুনাফা দিতে পারে এমন ১০টি স্টক, রইল শেয়ার বাজারে বিনিয়োগকারীদের জন্য

Published : Dec 12, 2024, 02:57 PM IST

২০২৪ সাল বিদায় নিচ্ছে। উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে ২০২৪। কিন্তু কেমন যাবে ২০২৫ সাল। তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিনিয়োগকারীদের মধ্যে। এই অবস্থায় আলোচনা কোন কোন শেয়ারে লক্ষ্মীলাভ হবে আগামী বছর। 

PREV
114
শেয়ার মার্কেট

২০২৪ সালের শেয়ার মার্কেটের রিপোর্ট বলছে ২০২৪ সালে সেনসেক্স ১২০০০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। আর নিফটি বেড়েছে ৩৭০০ পয়েন্ট। যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি।

214
প্রত্যাশার চেয়ে বেশি লাভ

প্রত্যাশার চেয়ে বেশি লাভ দিয়েছে এমন স্টকের তালিকাও বেশ লম্বা। তবে কেমন যাবে ২০২৫। তাই নিয়েই জল্পনা শুরু

314
২০২৫ সালে বেশি লাভ দেবে এমন ১০টি শেয়ার

২০২৫ সালের শেয়ার মার্কেট ২০২৫ সালে বিনিয়োগকারীদের পকেট ভরাবে এমন স্টকের তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্য়েই ব্রোকারেজ সংস্থা তা নিয়ে চর্চা শুরু করেছে।

414
জেএম ফিনান্সিয়াল-এর অনুমান

ব্রোকারেজ সংস্থা জেএম ফিনান্সিয়াল ২০২৫ সালের লক্ষ্মীলাভ হতে পারে এমন কয়েকটি শেয়ারের নাম প্রকাশ করেছে। আশা করা হচ্ছে ৯-৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে শেয়ারের মূল্য।

514
ভেল

ভেল- বর্তমান শেয়ার মূল্য ২৫৩ টাকা। আগামী বছর সর্বোচ্চ মূল্য হতে পরে ৩৭১ টাকা। ৪৯ শতাংশ লাভ দিতে পারে।

614
মেট্রোপলিস

আগামী বছর সর্বোচ্চ মূল্য হতে পারে ২৫০০ টাকা। অর্থাৎ ১৪.৩ শতাংশ লাভ দিতে পারে।

714
স্যাসেন্ট ডিএলএম

সর্বোচ্চ মূল্য হতে পারে ৯৬০ টাকা। লাভ দিতে পারে ৪৫ শতাংশ।

814
হারভেলস

সর্বোচ্চ দাম হতে পারে ২০৩১ টাকা। লাভ দিতে পারে ১৮.৪ শতাংশ।

914
জি এন্টারটেনমেন্ট

২০২৪ সালের পর ২০২৫ সালেও লাভের মুখ দেখাবে বিনিয়োগকারীদের। প্রায় ৪১ শতাংশ লাভ দিতে পারে।

1014
কেপিআইটি টেক

আগামী বছর এই শেয়ারের বাজার দর পৌঁছাবে ২০৪০ টাকায়।

1114
আলুওয়ালি কনট্রাক্টস

এই শেয়ারে বিনিয়োগ করলে আগামী বথর ৩৩.১ শতাংশ লাভ হতে পারে। দাম উঠতে পারে ১৩১৫ টাকা।

1214
সম্বর্ধনা মাদারসন

এই স্টকের সর্বোচ্চ দাম ২১০ টাকা হতে পারে। ২৫ শতাংশের ওপর লাভ দেবে।

1314
মারুতি সুজুকি

শোয়ারটি টার্গেট প্রাইস ১৫২৫০ টাকা। অর্থাৎ ৩৫ শতাংশ লাভ হতে পারে।

1414
নিপ্পন এমসি

সর্বোচ্চ মূল্য হতে পারে ৮০০ টাকা। অর্থাৎ ৯ শতাংশ লাভ দিতে পারে।

click me!

Recommended Stories