110

মাসের প্রথেই খারাপ খবর
নতুন মাসের অর্থাৎ মাস মাসের প্রথম দিনই দুঃসংবাদ। আবারও দাম বাড়ছে রান্নার গ্যাসের।
210
ঘোষণা
খণিজ তেল সরবরাহকারীদ সংস্থাগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আরও একপ্রস্থ বাড়ান হবে রান্নার গ্যাসের দাম।
310
নতুন দাম কার্যকর
তেল সংস্থাগুলির ঘোষণা অনুযায়ী শনিবার থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে।
410
কোন সিলিন্ডারের দাম বাড়ল
তবে এবার খারাপ খবর গৃহস্থের জন্য নয়। দুঃসংবাদ ব্যবসায়ীদের জন্য। কারণ এবার দাম বাড়াল হল বাণিজ্যিক সিলিন্ডারের।
510
কলকাতায় দাম কত?
রেস্তরাঁয় যে ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম বাড়ান হয়েছে। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম ১৯১৩ টাকা।
610
আগের দাম
কলকাতায় আগে ১৯ কেজি সিলিন্ডারের দাম ছিল ১৯০৭ টাকা। বর্তমানে মাত্র ৬ টাকা বাড়ান হল বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম।
710
গৃহস্থের সিলিন্ডারের দাম
বাড়িরে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় , অর্থাৎ ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৮২৯ টাকা ছিল, সেটাই রইল।
810
বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি
গত বছরেরও একাধিক বার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি হয়েছে। কখনও আট টাকা, কখনও ১০, কখনও আবার এক ধাক্কায় ৩৮ টাকা পর্যন্তও দাম বেড়েছিল গ্যাসের।
910
দাম বাড়তে পারে
বাণিজ্যেক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ফরে রেস্তোঁরার খাবারের দাম বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
1010
ব্যাণিজ্যিক সিলিন্ডারের ব্যবহার
হোটেল বা রেস্তোঁরার পাশাপাশি ছোটখাট কারখানাতেও বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করা হয়।