চলতি মাসে দুদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলেন কর্মীরা। মাসের শেষে হবে এই ধর্মঘট। মিলল তারই নিশ্চিত খবর। সদ্য় ব্যর্থ হল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের সঙ্গে কর্মী সংগঠগুলোর মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্কস ইউনিয়নের বৈঠক। ফলে আগামী ২৪ এবং ২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট কার্যত অবশ্য়ম্ভাবী হয়ে উঠল। এমনই মিলল খবর।
তবে, ধর্মঘট ২ দিন হলেও সাধারণ মানুষকে ভুগতে হবে ৪ দিন। কারণ কর্মীরা ধর্মঘটের ডাক দিয়েছে ২৪ এবং ২৫ মার্চ। আর ধর্মঘট দুদিন হলেও তার আগের দু দিনের মধ্যে একদিন চতুর্থ শনিবার অপর দিন রবিবার। অর্থাৎ ২৩ থেকে ২৫ টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যঙ্ক। এর ফলে ভোগান্তি হতে চলেছে সাধারণ মানুষের।
এখন প্রশ্ন হল কেন এই ধর্মঘট। ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের ইউনিয়গুলোর অভিযোগ করেছে, ব্যাঙ্কে বহু পদ দীর্ঘদিন ধরে খালি। সেখানে নিয়োগ হয়নি। কর্মীর অভাবে গ্রাহক পরিষেবা ব্য়াহত হচ্ছে। পাশাপাশি, পাঁচ দিন সপ্তাহে ব্যাঙ্ক চালু রাখার চুক্তি হয়েছিল আরবিএ-র সঙ্গে ইউনিয়নগুলোর। এই চুক্তিও বাস্তবায়িত হয়নি বলে খবর। জানা গিয়েছে, আরবিএ এই প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রের কাছে। তবে, কেন্দ্র তা মানছে না। এই সকল দাবিতে হবে ধর্মঘট। ধর্মঘটের প্রভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২৪ এবং ২৫ মার্চ। আর তার আগের দুদিনের একদিন চতুর্থ শনিবার অপর দিন রবিবার হওয়ায় টানা ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলো।
এআইবিই-র সভাপতি নাগর বলেন, বৃহস্পতিবার কর্মী সংগঠনগুলোকে বৈঠকে ডেকেছিল আইবিএ। কিন্তু কোনও সমাধানসূত্র বার হয়নি। ফলে ধর্মঘটের ডাক বহাল আছে।
সদ্য এমনই খবর এল প্রকাশ্যে। চলতি মাসে টানা ৪ দিন ধরে মিলবে না পরিষেবা। সে কারণে নিজের সকল গুরুত্বপূর্ণ আজ আগেই সেরে রাখা ভালো। মার্চের শেষে হবে ভোগান্তি। মিলল এমনই তথ্য।