ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে। এমনকি সেই মূল্য গিয়ে দাঁড়াতে পারে বেশ মোটা রকমের টাকায়। সেরকমই আরেকটি নিয়ম জারি করল এই ব্যাঙ্ক! অ্যাকাউন্টে ১০,০০০ টাকা না রাখলেই কেটে নেওয়া হবে টাকা বলে জানানো হয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো কমবেশি সবারই রয়েছে। কারও সরকারি ব্যাঙ্কে, আবার কারো বা বেসরকারি ব্যাঙ্কে!
210
তবে অধিকাংশ মানুষই জানে না যে, ব্যাঙ্কের কিছু নির্দিষ্ট নিয়ম না মানলে তার জন্য মোটা অংকের জরিমানা গুনতে হতে পারে। এমনকি সেই মূল্য গিয়ে দাঁড়াতে পারে ৬%-এ।
310
সম্প্রতি ভারতের নামজাদা একটি বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিরাট ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী জানা যাচ্ছে, আগামী ১ আগস্ট থেকে যদি নির্ধারিত ন্যূনতম গড় মাসিক ব্যালেন্স (Minimum Balance) না থাকে, তাহলে কমতি টাকার ওপর ৬% জরিমানা গুনতে হবে।
ধরুন, আপনার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হত। তবে আপনি পুরো মাসে ঘরে গড়ে ৮৫০০ টাকা রেখেছেন। অর্থাৎ, ১৫০০ টাকা ঘাটতি।
510
নতুন নিয়ম অনুযায়ী, ঘাটতির উপরেই আপনাকে ৬% জরিমানা গুনতে হবে। অর্থাৎ, ৯০ টাকা শুধুমাত্র ব্যালেন্স না রাখার জন্যই আপনার পকেট থেকে খোয়া যাবে।
610
এমনকি এই তথ্য সম্প্রতি এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জানিয়ে সতর্ক করেছে ডিবিএস ব্যাঙ্ক। ফলে কেউ না জেনে যাতে জরিমানার মুখে না পড়ে, তার জন্য আগেভাগে সতর্ক করে রেখেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
710
কোন অ্যাকাউন্টে কত ব্যালেন্স রাখতে হবে?
নয়া নিয়ম অনুযায়ী, ডিবিএস ব্যাঙ্ক বিভিন্ন অ্যাকাউন্টের জন্য নূন্যতম গড় মাসিক ব্যালেন্স নির্ধারণ করেছে।
810
সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মূলত ১০ হাজার টাকা, গ্রোথ ওয়ান সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে ৫০০০ টাকা, Lakshmi Savings Youth Power অ্যাকাউন্টের ক্ষেত্রে ১০০ টাকা এবং TASC Savings Youth Power অ্যাকাউন্টের ক্ষেত্রে ১০ হাজার টাকা জমা রাখতে হবে।
910
কেন আনা হচ্ছে এই নতুন নিয়ম?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, ব্যাঙ্কের তরফ থেকে নতুন নিয়ম চালু করার মূল উদ্দেশ্য—গ্রাহকদের ব্যাঙ্কে নির্দিষ্ট অংকের টাকা রাখতে উৎসাহ প্রদান করা। আর এতে ব্যাঙ্কে নগদের প্রভাব স্থিতিশীল থাকবে।
1010
পাশাপাশি পরিষেবাও উন্নত হবে। তবে সাধারণ গ্রাহকদের কাছে এই বিষয়টি চাপেরই মনে হচ্ছে। কারণ, মাস গেলে ১০০০০ টাকা অ্যাকাউন্টে রাখা অনেকের কাছেই সমস্যা হয়ে দাঁড়াতে পারে।