- Home
- Business News
- Other Business
- Bank Locker Rule: সিল করে দেওয়া হতে পারে আপনার ব্যাঙ্ক লকার! এই নিয়ম মানছেন তো? নোটিশ জারি RBI-এর
Bank Locker Rule: সিল করে দেওয়া হতে পারে আপনার ব্যাঙ্ক লকার! এই নিয়ম মানছেন তো? নোটিশ জারি RBI-এর
গ্রাহকের গচ্ছিত জিনিস সুরক্ষিত রাখতে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের তরফে লকারের পরিষেবা দিয়ে থাকে। তবে এবার ব্যাঙ্কের লকার নিয়ে উঠে এল এক বড় আপডেট। জানা গিয়েছে গ্রাহকরা যদি এই তথ্য না মানেন তাহলে আজই সিল হয়ে যাবে ব্যাঙ্কের লকার।

টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি মহামূল্যবান জহরত গুলির সুরক্ষার স্বার্থে অনেকেই নিজের বাড়ির লকারের থেকে বেশি ভরসা করে থাকে ব্যাঙ্কের লকারে (Bank Lockers)।
সেই জন্য গ্রাহকের গচ্ছিত জিনিস সুরক্ষিত রাখতে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের তরফে লকারের পরিষেবা দিয়ে থাকে।
তবে এবার ব্যাঙ্কের লকার নিয়ে উঠে এল এক বড় আপডেট। জানা গিয়েছে গ্রাহকরা যদি এই তথ্য না জানেন তাহলে আজই সিল হয়ে যাবে ব্যাঙ্কের লকার।
মূল্যবান সামগ্রী সুরক্ষিত ভাবে গচ্ছিত রাখতে গ্রাহকরা এক বা একের অধিক লকার নিতে থাকে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাঙ্কের লকার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের একাধিক নিয়ম পালন করতে হয়।
একদিকে যেমন ব্যবহারকারীরা একবার লকার নিলে, তা সারা জীবনের জন্য ব্যবহার করতে পারে না ঠিক তেমনই লকারের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট চুক্তি থাকে।
আর এই লকারের চুক্তি না মানলেই পোহাতে হবে নানা দুর্যোগ। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্কের গ্রাহকদের জন্য লকারের চুক্তি বাধ্যতামূলক করেছে।
লকারের চুক্তিতে নয়া নিয়ম!
প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের লকারের ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করার নিয়ম এক বছরের। কার্যকর নিয়মের মেয়াদ শেষ হওয়ার আগেই রিনিউ করতে হয়।
সম্প্রতি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লকার সংক্রান্ত যে চুক্তি প্রকাশ্যে এনেছে সেখানে ব্যাঙ্কের দায়িত্ব সীমিত রাখা হয়েছে।
তবে চুরি, অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যাঙ্ক দায়ী থাকবে বলে জানা গিয়েছে। এবং গ্রাহকদেরও লকারের সঠিক ব্যবহার ও সময়মতো লকারের ভাড়া পরিশোধের শর্তাবলী বর্ণনা করা হয়েছে।

